A
3rd Generation Partnership Project
B
3rd Generation Processing Protocol
C
3rd Grade Performance Program
D
3rd Generation Packet Platform
উত্তরের বিবরণ
3GPP (3rd Generation Partnership Project):
-
এটি একটি আন্তর্জাতিক মান নির্ধারণকারী সংস্থা, যা মোবাইল টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ড তৈরি ও উন্নয়ন করে।
মোবাইল ফোনের তৃতীয় প্রজন্ম (3G: 2001-2008):
-
জাপানের DoCoMo কোম্পানি পরীক্ষামূলকভাবে 3G মোবাইল ফোন চালু করে।
-
প্রযুক্তিগত পার্থক্য:
-
দ্বিতীয় প্রজন্মের ফোনে সার্কিট সুইচিং ডেটা ট্রান্সমিশন ব্যবহৃত হত।
-
3G ফোনে প্যাকেট সুইচিং ডেটা ট্রান্সমিশন ব্যবহার হয়।
-
সার্কিট সুইচিং: নির্দিষ্ট পথে ব্যান্ডউইথ পৌঁছে; নিরাপত্তা কম।
-
প্যাকেট সুইচিং: ডেটা প্যাকেটে বিভক্ত হয়ে ভিন্ন পথে যায়; নিরাপত্তা বেশি।
-
-
উভয় সুইচিং পদ্ধতি ব্যবহার করা সম্ভব।
-
-
সুবিধাসমূহ: ভিডিও কল, ইন্টারনেট, ই-কমার্স, মোবাইল ব্যাংকিং, FOMA (Freedom of Multimedia Access) ইত্যাদি।
-
উচ্চ ব্যান্ড ফ্রিকোয়েন্সি ব্যবহার শুরু হয়; ডেটা ট্রান্সফার রেট 2 Mbps-এর বেশি।
3G-এর প্রধান স্ট্যান্ডার্ডসমূহ:
-
HSPA (High Speed Packet Access)
-
WCDMA (Wideband Code Division Multiple Access)
-
3GPP (3rd Generation Partnership Project)
-
UMTS (Universal Mobile Telecommunication System)
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি

0
Updated: 1 day ago