A
পাওয়ার সাপ্লাই ইউনিটে
B
RAM-এর ভেতরে
C
ক্যাশ মেমরি-এর ভেতরে
D
মাদারবোর্ডে
উত্তরের বিবরণ
BIOS (Basic Input/Output System):
-
BIOS হলো কম্পিউটারের প্রাথমিক ইনপুট/আউটপুট সিস্টেম।
-
সংরক্ষণ: সাধারণত ROM (Read Only Memory) বা Flash Memory-তে থাকে এবং মাদারবোর্ডে স্থাপন করা হয়।
-
কার্য: কম্পিউটার Boot হওয়ার পরপরই Run হয় এবং Boot process নিয়ন্ত্রণ করে।
-
প্রকারভেদ: System BIOS, ROM BIOS, PC BIOS নামে পরিচিত।
-
উপাদান: কম্পিউটারের মাদারবোর্ডের ফার্মওয়্যার চিপে থাকা নির্দেশনার সমষ্টি।
-
সুবিধা: BIOS এর মাধ্যমে কম্পিউটারের সিস্টেম কনফিগারেশন নির্ধারণ করা যায়।
উৎস: ব্রিটানিকা

0
Updated: 1 day ago