A
সিরি
B
জেমিনি
C
ডিপসিক
D
অ্যালেক্সা
উত্তরের বিবরণ
Gemini:
-
এটি গুগলের তৈরি আধুনিক জেনারেটিভ এআই (Generative AI) মডেল।
-
পূর্বে Google Bard নামে পরিচিত ছিল।
-
Gemini-এর বিভিন্ন সংস্করণ রয়েছে, যেমন Gemini 1.5 Pro, Gemini 1.5 Flash।
-
ব্যবহারকারীরা এটি প্রশ্নোত্তর, কনটেন্ট তৈরি, কোডিংসহ নানা কাজে ব্যবহার করতে পারে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence):
-
কৃত্রিম বুদ্ধিমত্তা হলো বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়, যা কম্পিউটারে মানুষের মতো চিন্তা ভাবনার ক্ষমতা প্রদান করে।
-
এর উদ্দেশ্য: কম্পিউটারকে এমনভাবে তৈরি করা যাতে এটি চিন্তা, দেখতে পারা, শুনতে পারা, হাঁটা ও অনুভব করার ক্ষমতা অর্জন করে।
কৃত্রিম বুদ্ধিমত্তার স্বতন্ত্র্য বৈশিষ্ট্যসমূহ:
-
কোন বিষয় সম্পর্কে ধারণা গ্রহণ।
-
সমস্যার কারণ নির্ণয়পূর্বক সমাধানের পথ নির্দেশ।
-
সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা।
-
সমস্যা সমাধানের ক্ষমতা।
-
নতুন নতুন জ্ঞান অর্জন।
-
ভাষা বুঝার ক্ষমতা।
-
অর্জিত জ্ঞান কাজে লাগানোর সক্ষমতা।
-
মানুষের মতো অভিজ্ঞতা কাজে লাগানো।
-
পরস্পর সম্পর্কিত বিভিন্ন বিষয় অনুধাবন ও সাড়া দেওয়ার ক্ষমতা।
-
ভুল, অপ্রাসঙ্গিক ও অসম্পূর্ণ তথ্য পরিচালনা।
-
জটিল অবস্থা অনুধাবন ও পরিচালনা করার ক্ষমতা।
-
নতুন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা।
অন্যান্য প্রাসঙ্গিক এআই প্রযুক্তি:
-
Siri: Apple-এর তৈরি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট।
-
Alexa: Amazon-এর তৈরি ভয়েস-ভিত্তিক AI অ্যাসিস্ট্যান্ট।
-
DeepSeek: চীনা কোম্পানির তৈরি শক্তিশালী এআই মডেল।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 day ago