A
Yahoo
B
Intel
C
IBM
D
Microsoft
উত্তরের বিবরণ
IBM সম্পর্কিত তথ্যগুলো পয়েন্ট আকারে দেওয়া হলো:
-
IBM-এর পূর্ণরূপ: International Business Machines Corporation।
-
IBM কে সাধারণত “Big Blue” বলা হয়।
-
“Big Blue” উপাধির কারণ: কর্পোরেট লোগো ও অফিসিয়াল ড্রেস কোডে নীল রঙের আধিক্য এবং কোম্পানির বিশালতা ও প্রযুক্তিগত প্রভাব।
-
প্রতিষ্ঠাতা: চার্লস র্যানলেট ফ্লিন্ট।
-
প্রতিষ্ঠার তারিখ: ১৬ জুন ১৯১১।
-
প্রাথমিক কাজ: কম্পিউটিং-ট্যাবুলেটিং-রেকর্ডিং কোম্পানি হিসেবে শুরু।
-
নামকরণ: ১৯২৪ সালে International Business Machines নামকরণ করা হয়।
-
সদরদপ্তর: আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
-
তৈরি করা প্রথম কম্পিউটার: মেইনফ্রেম কম্পিউটার।
-
বর্তমান লোগো ব্যবহার: ১৯৭২ সাল থেকে।
উৎস: আইবিএম অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 1 day ago