A
ডায়নামিক মেমরি
B
ম্যাগনেটিক মেমরি
C
স্ট্যাটিক মেমরি
D
অপটিক্যাল মেমরি
উত্তরের বিবরণ
Cache Memory (ক্যাশ মেমরি)
সংজ্ঞা:
এক ধরনের উচ্চগতির মেমোরি, যা মাইক্রোপ্রসেসর এবং প্রধান স্মৃতির (RAM) মধ্যে ব্যবহৃত হয়।
প্রধান উদ্দেশ্য: ডেটা স্থানান্তরের গতি বৃদ্ধি করা এবং প্রসেসরের কার্যকারিতা উন্নত করা।
Cache Memory-এর বৈশিষ্ট্য
সাধারণত SRAM (Static RAM) দিয়ে তৈরি।
প্রতিটি বিট সংরক্ষণের জন্য Flip-Flop সার্কিট ব্যবহার করা হয়।
উচ্চগতি সম্পন্ন, কিন্তু দাম বেশি হওয়ায় ছোট আকারে ব্যবহৃত হয় (যেমন: L1, L2, L3)।
স্ট্যাটিক মেমোরি হওয়ায় রিফ্রেশের প্রয়োজন হয় না।
EPROM-এ থাকতে পারে।
Cache-এর তুলনা অন্যান্য মেমোরির সঙ্গে
মেমোরি ধরণ ব্যবহার বৈশিষ্ট্য
Dynamic Memory (DRAM) প্রধান RAM চার্জ ক্যাপাসিটরে ডেটা সংরক্ষণ; নির্দিষ্ট সময়ে রিফ্রেশ করতে হয়
Magnetic Memory দীর্ঘমেয়াদি স্টোরেজ যেমন: Hard Disk, Magnetic Tape; চৌম্বকীয় প্রযুক্তি ব্যবহার করে ডেটা সংরক্ষণ
Optical Memory স্টোরেজ যেমন: CD, DVD, Blu-ray Disc; লেজার প্রযুক্তি দিয়ে ডেটা পড়া/লেখা হয়
সংক্ষেপে:
Cache = SRAM + দ্রুতগতির + ছোট ধারণক্ষমতা + প্রসেসরের গতি বৃদ্ধি
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 day ago