A
এটি একটি প্রোটোকল যা নিরাপদ যোগাযোগ নিশ্চিত করে
B
এটি সার্চ ইঞ্জিনে ফলাফল প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়
C
এটি ওয়েবসাইটের ডোমেইন নাম নির্দেশ করে
D
এটি সার্ভারে থাকা নির্দিষ্ট ফাইল বা রিসোর্সের পথ নির্দেশ করে
উত্তরের বিবরণ
সংক্ষেপে বিষয়টা এভাবে দাঁড়ায়—
HTTPS (Hyper Text Transfer Protocol Secure):
HTTP-এর সিকিউর বা নিরাপদ সংস্করণ।
ডেটা আদান-প্রদানের সময় SSL/TLS এনক্রিপশন ব্যবহার করে।
ফলে তথ্য অননুমোদিত কারও দ্বারা পড়া, পরিবর্তন বা হ্যাক হওয়া থেকে সুরক্ষিত থাকে।
ওয়েব অ্যাড্রেসে http:// এর পরিবর্তে https:// ব্যবহার হয়।
“S” = Secure (নিরাপদ)।
বর্তমানে প্রায় সব ওয়েবসাইটেই ব্যবহার করা হয় (যেমন: ব্যাংক, ইমেইল, সোশ্যাল মিডিয়া ইত্যাদি)।
সহজভাবে: HTTP = সাধারণ রাস্তা, HTTPS = পুলিশের নিরাপত্তা সহকারে রাস্তা।

0
Updated: 1 day ago