A
১৮ সেন্টিমিটার
B
২০ সেন্টিমিটার
C
২৩ সেন্টিমিটার
D
২৫ সেন্টিমিটার
উত্তরের বিবরণ
মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ (দি প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিস অ্যাক্ট, 1950)
এই আইনটিকে সাধারণভাবে মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ নামে চিহ্নিত করা হয়। পোনা মাছ ও প্রজননক্ষম মাছ নির্বিচারে আহরণ দেশের মৎস্যসম্পদ বৃদ্ধিতে একটি বড় বাধা হিসেবে বিবেচিত।
এ সমস্যা নিরসনে সরকার মাছের আকার, প্রজননকাল, বৃদ্ধি ও বিচরণ ক্ষেত্র বিবেচনায় এনে ১৯৫০ সালে একগুচ্ছ নিয়মকানুন নির্ধারণ করে এই আইন প্রণয়ন করে।
আইনের উল্লেখযোগ্য বিধিনিষেধসমূহ:
চাষাবাদের উদ্দেশ্য ছাড়া নিম্নবর্ণিত সময় ও শর্ত অনুযায়ী কোনো ব্যক্তি নিম্নোক্ত আকারের মাছ আহরণ, নিজের হেফাজতে রাখা, পরিবহন কিংবা বিক্রয় করতে পারবেন না:
১. কাতলা, রুই, মৃগেল, কালবাউস ও ঘনিয়া মাছ:
প্রতি বছর আষাঢ়ের মাঝামাঝি থেকে পৌষের মাঝামাঝি (জুলাই থেকে ডিসেম্বর) পর্যন্ত ২৩ সেন্টিমিটারের (৯ ইঞ্চি) কম দৈর্ঘ্যের এসব মাছ ধরা নিষিদ্ধ।
২. ইলিশ (জাটকা):
প্রতিবছর কার্তিকের মাঝামাঝি থেকে জ্যৈষ্ঠের মাঝামাঝি (নভেম্বর থেকে মে) পর্যন্ত ২৩ সেন্টিমিটারের (৯ ইঞ্চি) ছোট ইলিশ ধরা নিষেধ।
৩. পাংগাস মাছ:
কার্তিকের মাঝামাঝি থেকে বৈশাখের মাঝামাঝি (নভেম্বর থেকে এপ্রিল) পর্যন্ত ২৩ সেন্টিমিটারের নিচের পাংগাস আহরণ নিষিদ্ধ।
৪. সিলন, বোয়াল ও আইড় মাছ:
প্রতিবছর মাঘের মাঝামাঝি থেকে আষাঢ়ের মাঝামাঝি (ফেব্রুয়ারি থেকে জুন) পর্যন্ত ৩০ সেন্টিমিটারের (১২ ইঞ্চি) ছোট এসব মাছ ধরা, সংগ্রহ বা বিক্রি করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
উৎস: মৎস্যবিষয়ক আইনসমূহ, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ।

0
Updated: 2 months ago