একটি URL-এর শুরুতে থাকা "https://" অংশটি কী নির্দেশ করে?
A
এটি একটি প্রোটোকল যা নিরাপদ যোগাযোগ নিশ্চিত করে
B
এটি সার্চ ইঞ্জিনে ফলাফল প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়
C
এটি ওয়েবসাইটের ডোমেইন নাম নির্দেশ করে
D
এটি সার্ভারে থাকা নির্দিষ্ট ফাইল বা রিসোর্সের পথ নির্দেশ করে
উত্তরের বিবরণ
সংক্ষেপে বিষয়টা এভাবে দাঁড়ায়—
HTTPS (Hyper Text Transfer Protocol Secure):
HTTP-এর সিকিউর বা নিরাপদ সংস্করণ।
ডেটা আদান-প্রদানের সময় SSL/TLS এনক্রিপশন ব্যবহার করে।
ফলে তথ্য অননুমোদিত কারও দ্বারা পড়া, পরিবর্তন বা হ্যাক হওয়া থেকে সুরক্ষিত থাকে।
ওয়েব অ্যাড্রেসে http:// এর পরিবর্তে https:// ব্যবহার হয়।
“S” = Secure (নিরাপদ)।
বর্তমানে প্রায় সব ওয়েবসাইটেই ব্যবহার করা হয় (যেমন: ব্যাংক, ইমেইল, সোশ্যাল মিডিয়া ইত্যাদি)।
সহজভাবে: HTTP = সাধারণ রাস্তা, HTTPS = পুলিশের নিরাপত্তা সহকারে রাস্তা।

0
Updated: 1 month ago
URL দ্বারা কী বোঝানো হয়?
Created: 1 month ago
A
একটি সফটওয়্যার প্রোগ্রাম
B
একটি নেটওয়ার্ক প্রোটোকল
C
একটি ওয়েবসাইটের ঠিকানা
D
একটি ডাটাবেজ প্রোগ্রাম
URL (Uniform Resource Locator)
URL হলো একটি ওয়েবসাইট বা ওয়েবপেজের নির্দিষ্ট ঠিকানা, যা ওয়েব ব্রাউজারে টাইপ করে সেই ওয়েবসাইটে প্রবেশ করা যায়। পৃথিবীতে প্রতিটি ওয়েবসাইটের জন্য একটি ইউনিক ঠিকানা থাকে। তাই একটি নির্দিষ্ট ওয়েবপেজ প্রদর্শনের জন্য অবশ্যই তার URL ব্যবহার করতে হয়।
URL এর মূল বৈশিষ্ট্য
-
URL এর পূর্ণরূপ Uniform Resource Locator।
-
এটি ওয়েবসাইট বা ওয়েবপেজের ঠিকানা হিসেবে কাজ করে।
-
প্রতিটি ওয়েবসাইটের URL একক বা Unique।
-
ওয়েব ব্রাউজারে নির্দিষ্ট URL প্রবেশ করালে সংশ্লিষ্ট ওয়েবপেজ প্রদর্শিত হয়।
উদাহরণ: https://www.abcd.com/home
-
https = প্রোটোকল
-
www.abcd.com = ওয়েব সার্ভারের নাম (ডোমেইন নেম)
-
home = ডিরেক্টরি নাম (পাথ)
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মোঃ মাহবুবুর রহমান।

0
Updated: 1 month ago