কোন যন্ত্রের সাহায্যে শক্তিশালী রেডিও ফ্রিকোয়েন্সির বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশের ইমেজিং করা হয়?

Edit edit

A

সিটিস্ক্যান 


B

এমআরআই 

C


ইসিজি 

D


আলট্রাসনোগ্রাফি 

উত্তরের বিবরণ

img

ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং (MRI)


শরীরের পানি ও প্রোটন:


মানুষের শরীরের প্রায় ৭০% পানি।


পানির অণুতে হাইড্রোজেন থাকে, এবং হাইড্রোজেনের নিউক্লিয়াস হলো প্রোটন।


কর্মপদ্ধতি:


শক্তিশালী চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলে প্রোটনগুলো চৌম্বকক্ষেত্রের দিক সারিবদ্ধ হয়।


নির্দিষ্ট কম্পনের রেডিও তরঙ্গ প্রয়োগ করলে প্রোটন শক্তি গ্রহণ করে তাদের দিক পরিবর্তন করে।


এই প্রক্রিয়াকে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স (NMR) বলা হয়।


প্রোটন থেকে ফিরে আসা সংকেত কম্পিউটার বিশ্লেষণ করে শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গের ছবি তৈরি করা হয়।


সিটিস্ক্যানের সঙ্গে তুলনা:


সিটিস্ক্যানে এক্স-রে ব্যবহার হয়, এমআরআই-তে নেই তেজস্ক্রিয় ঝুঁকি।


এমআরআই কোমল টিস্যুর পার্থক্য ভালোভাবে দেখাতে সক্ষম।


এমআরআই করার সময় সিটিস্ক্যানের তুলনায় একটু বেশি লাগে।


সতর্কতা:


শরীরে কোনো ধাতব বস্তু (যেমন পেসমেকার) থাকলে এমআরআই বিপজ্জনক হতে পারে, কারণ RF তরঙ্গ ধাতুকে উত্তপ্ত করতে পারে।


উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি

Unfavorite

0

Updated: 1 day ago

Related MCQ

Links

Home

Exams

Live Exam

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD