A
নাইট্রোজেন
B
হিলিয়াম
C
নিয়ন
D
অক্সিজেন
উত্তরের বিবরণ
সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভেতরে পূর্বে সাধারণত নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হতো, যদিও টিউবলাইটে ব্যবহৃত হতো আর্গন গ্যাস।
বর্তমানে উভয় ধরনের বাতিতেই নিষ্ক্রিয় গ্যাস হিসেবে আর্গন ব্যবহার করা হয়। বৈদ্যুতিক প্রবাহের তাপীয় ক্রিয়ার ফলে বৈদ্যুতিক বাতির উদ্ভব ঘটে।
গঠন ও প্রকৃতির ভিত্তিতে বৈদ্যুতিক বাতিকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়—
১. কার্বন ফিলামেন্টযুক্ত বাতি,
২. ধাতব ফিলামেন্টযুক্ত বাতি এবং
৩. গ্যাসভর্তি বাতি।
গুরুত্বপূর্ণ তথ্য:
যেহেতু প্রশ্নে আর্গন গ্যাসের অপশন নেই, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে নাইট্রোজেন।
সূত্র:
সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 months ago