A
ক্যান্ডেলা
B
অ্যাম্পিয়ার
C
সিমেন্স
D
কুলম্ব
উত্তরের বিবরণ
তড়িৎ প্রবাহ (Electric Current)
সংজ্ঞা:
তড়িৎ কারেন্ট হলো কোনো তড়িৎ পরিবাহকের মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহ।
অর্থাৎ, কোনো পরিবাহকের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান (charge) প্রবাহিত হয়, তাকে তড়িৎ প্রবাহ বলা হয়।
একক: অ্যাম্পিয়ার (Ampere, A)
অন্য পদার্থগত পরিমাপের একক:
দীপ্তন ক্ষমতা (Luminous Intensity): ক্যান্ডেলা (Candela, cd)
পরিবাহিতা (Conductance): সিমেন্স (Siemens, S)
আধান (Electric Charge): কুলম্ব (Coulomb, C)
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 1 day ago