A
স্থায়ী চুম্বক
B
সিরামিক চুম্বক
C
সংকর চুম্বক
D
অস্থায়ী চুম্বক
উত্তরের বিবরণ
কৃত্রিম চুম্বক (Artificial Magnet)
কৃত্রিম চুম্বক দুই ধরনের:
অস্থায়ী (Temporary/Soft) চুম্বক
স্থায়ী (Permanent/Hard) চুম্বক
১. অস্থায়ী চুম্বক
চৌম্বক ক্ষেত্রের মধ্যে আনা হলে চৌম্বকত্ব ধারণ করে।
চৌম্বক ক্ষেত্র অপসারিত হলে চুম্বকত্ব দ্রুত বিলুপ্ত হয়ে যায়।
২. স্থায়ী চুম্বক
চৌম্বক ক্ষেত্র অপসারিত হলেও চুম্বকত্ব দীর্ঘকাল থাকে।
স্থায়ী চুম্বক আবার দুই ধরনের:
সংকর চুম্বক (Alloy Magnet)
সিরামিক চুম্বক (Ceramic Magnet)
উদাহরণ: টেপরেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতি ফিতায় সিরামিক চুম্বক ব্যবহৃত হয়।
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 1 day ago