A
আইজ্যাক নিউটন
B
নিকোলাস কোপার্নিকাস
C
বিজ্ঞানী গ্যালিলিও
D
জোহান কেল্লার
উত্তরের বিবরণ
নিকোলাস কোপার্নিকাস:
-
নিকোলাস কোপার্নিকাস (১৪৭৩–১৫৪৩) একজন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন।
-
তিনিই প্রথম ধারণা দেন যে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে।
-
পরবর্তীতে জোহান কেপলার (১৫৭১–১৬৩০) গ্রহের গতি সম্পর্কিত সূত্র আবিষ্কার করেন, যা কেপলারের সূত্র নামে পরিচিত।
-
তিনি প্রচলিত বৃত্তাকার কক্ষপথের ধারণা পাল্টে উপবৃত্তাকার কক্ষপথের কল্পনা করেন।
গ্যালিলিও গ্যালিলি:
-
গ্যালিলিও গ্যালিলি (১৫৬৪–১৬৪২) কে বৈজ্ঞানিক পদ্ধতির জনক বলা হয়।
-
তিনিই প্রথম প্রমাণ করেন যে পরীক্ষণ ও বিভিন্ন রাশির মধ্যে সম্পর্ক স্থাপনই বৈজ্ঞানিক পদ্ধতির মূল ভিত্তি।
-
পরীক্ষালব্ধ ফলাফল ছাড়া কখনোই কোন ঘটনা গাণিতিকভাবে প্রমাণ করা যায় না।
আইজ্যাক নিউটন:
-
আইজ্যাক নিউটন (১৬৪২–১৭২৭) ছিলেন সর্বকালের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের একজন।
-
তিনি মহাকর্ষসূত্র, ব্যবকলন ক্যালকুলাসের নীতি প্রবর্তন করেন।
-
এছাড়াও তিনি আলোর কণাতত্ত্ব আবিষ্কার করেন।
-
তিনি ক্ল্যাসিক্যাল মেকানিক্সের জনক হিসেবে পরিচিত।
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 day ago