A
Cache
B
Hard Drive
C
ROM
D
RAM
উত্তরের বিবরণ
সংক্ষেপে ব্যাখ্যা:
BIOS (Basic Input Output System) হলো কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ ফার্মওয়্যার যা কম্পিউটার চালু হওয়ার সময় হার্ডওয়্যার পরীক্ষা করে এবং অপারেটিং সিস্টেম লোড করতে সাহায্য করে। এটি ROM-এ সংরক্ষিত থাকে, কারণ ROM-এ থাকা তথ্য বিদ্যুৎ বন্ধ হলেও থাকে, ফলে প্রতিবার কম্পিউটার চালু হলে BIOS সক্রিয় হয়।
BIOS-এর প্রধান কাজ:
-
কম্পিউটারের সাথে সংযুক্ত পারিফেরাল ডিভাইস (কীবোর্ড, মাউস, ডিস্ক ড্রাইভ ইত্যাদি) শনাক্ত করা।
-
অপারেটিং সিস্টেমকে RAM-এ লোড করা।
উল্লেখযোগ্য বিষয়:
-
ROM হওয়ায় BIOS স্থায়ী থাকে।
-
আধুনিক কম্পিউটারে BIOS-এর জায়গায় UEFI (Unified Extensible Firmware Interface) ব্যবহার শুরু হয়েছে, যা দ্রুত বুটিং এবং বড় ড্রাইভ সাপোর্ট করে।
উৎস:
-
মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
-
Britannica।

0
Updated: 1 day ago
ROM ভিত্তিক প্রোগ্রামের নাম কি?
Created: 4 hours ago
A
malware
B
firmware
C
virus
D
lip - lop
ROM (রিড ওনলি মেমরি)
-
ROM এর পূর্ণরূপ হলো Read Only Memory।
-
ROM-এ থাকা তথ্য পরিবর্তন করা যায় না।
-
ROM-ভিত্তিক প্রোগ্রামকে Firmware বলা হয়।
-
সাধারণত, কম্পিউটার তৈরি হওয়ার সময় যে সকল প্রোগ্রাম স্থায়ীভাবে মেমরিতে রাখা হয়, সেগুলো ফার্মওয়্যার।
-
এই প্রোগ্রামগুলো কম্পিউটারের পর্দায় দেখা যায়, কিন্তু ব্যবহারকারী এগুলোতে কোনো পরিবর্তন করতে পারে না।
-
উদাহরণস্বরূপ, কম্পিউটার চালু করলে স্বয়ংক্রিয়ভাবে কিছু তথ্য মনিটরে প্রদর্শিত হয়; এগুলোই ROM-ভিত্তিক ফার্মওয়্যারের আউটপুট।
উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল, ২০২১ সংস্করণ)

0
Updated: 4 hours ago