স্কেলার রাশি কোনটি?
A
ওজন
B
সরণ
C
দ্রুতি
D
ত্বরণ
উত্তরের বিবরণ
ভৌত রাশি:
-
কিছু ভৌত রাশিকে প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, আবার কিছু রাশির জন্য মান ও দিক উভয় প্রয়োজন।
-
বৈশিষ্ট্য অনুসারে ভৌত রাশিকে দুই ভাগে ভাগ করা হয়েছে:
ক) স্কেলার রাশি বা অদিক রাশি
খ) ভেক্টর রাশি বা দিক রাশি
ক) স্কেলার রাশি বা অদিক রাশি:
-
যেসব রাশির শুধু মান আছে কিন্তু দিক নেই, তাদেরকে স্কেলার রাশি বলা হয়।
-
উদাহরণ: দৈর্ঘ্য, ভর, সময়, দ্রুতি, কাজ, তাপমাত্রা ইত্যাদি।
খ) ভেক্টর রাশি বা দিক রাশি:
-
যেসব রাশির মান ও দিক উভয়ই আছে, তাদেরকে ভেক্টর রাশি বলা হয়।
-
উদাহরণ: সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল ইত্যাদি।
উৎস: পদার্থ প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
মৌলিক রাশি কয়টি?
Created: 1 month ago
A
৫টি
B
৬টি
C
৭টি
D
৮টি
রাশি হলো এই বিশ্বে যে কোনো পরিমাপযোগ্য পরিমাণ।
উদাহরণ: একটি লোহার বলের ভর পরিমাপ করা যায়, যেখানে ভর একটি রাশি।
মৌলিক রাশি:
-
যে সকল রাশির পরিমাপ করতে অন্য কোনো রাশির ওপর নির্ভর করতে হয় না, সেগুলোকে মৌলিক রাশি বলা হয়।
-
উদাহরণ: সময় একটি মৌলিক রাশি, কারণ এটি পরিমাপ করতে অন্য রাশির প্রয়োজন নেই।
-
বিজ্ঞানীরা পরিমাপের ক্ষেত্রে সাতটি রাশিকে মৌলিক রাশি হিসেবে চিহ্নিত করেছেন:
-
দৈর্ঘ্য
-
ভর
-
সময়
-
তাপমাত্রা
-
তড়িৎপ্রবাহ
-
দীপন তীব্রতা
-
পদার্থের পরিমাণ
-
যৌগিক বা লব্ধ রাশি:
-
এমন রাশি যেগুলো মাপতে অন্য রাশির প্রয়োজন হয়, সেগুলো যৌগিক বা লব্ধ রাশি।
-
উদাহরণ: বেগ পরিমাপ করতে দূরত্ব এবং সময় জানা প্রয়োজন।
-
বেগ = দূরত্ব ÷ সময়
-
-
অন্যান্য যৌগিক রাশি: ত্বরণ, কাজ, বল, তাপ, বিভব ইত্যাদি।

0
Updated: 1 month ago
নিচের কোনটি লব্ধ রাশি?
Created: 4 weeks ago
A
ভর
B
কাজ
C
তাপমাত্রা
D
সময়
ভৌত রাশি এবং তাদের পরিমাপ
বিজ্ঞান অনুযায়ী সবকিছুর পরিমাপ করা প্রয়োজন, কারণ বিজ্ঞানের মূল লক্ষ্য হলো পরিমাপের মাধ্যমে বিষয়গুলোকে নিখুঁতভাবে ব্যাখ্যা করা। যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলা হয়। ভৌতজগতে অসংখ্য রাশি আছে, যেমন- দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আয়তন, ওজন, তাপমাত্রা, রং, কাঠিন্য, অবস্থান, বেগ, ভেতরের উপাদান, বিদ্যুৎ পরিবাহিতা, স্থিতিস্থাপকতা, ঘনত্ব, চাপ, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ইত্যাদি। এই অসংখ্য রাশিমালা পরিমাপের জন্য অনেক সংজ্ঞা ও একক প্রয়োজন হয় না; কেবল সাতটি মৌলিক রাশি এবং তাদের একক ব্যবহার করে অন্য সব একক বের করা যায়।
মৌলিক রাশি:
-
যে সাতটি রাশির সাতটি একক ব্যবহার করে অন্য সব একক নির্ণয় করা যায়, সেগুলোকে মৌলিক রাশি বলা হয়।
-
উদাহরণ: দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা।
-
এই সাতটি মৌলিক রাশি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং এদের একককে SI একক বলা হয়।
লব্ধ রাশি:
-
মৌলিক রাশির সমন্বয়ে যখন কোনো রাশি প্রকাশ করা হয়, তখন তাকে লব্ধ রাশি বলা হয়।
-
উদাহরণ: কাজ, ক্ষমতা, বল, বেগ, ত্বরণ, ঘনত্ব ইত্যাদি।
উৎস:

0
Updated: 4 weeks ago
যান্ত্রিক তরঙ্গ সৃষ্টি হতে হলে কোনটির প্রয়োজন?
Created: 1 month ago
A
শূন্য ভ্যাকুয়াম
B
অবিচ্ছিন্ন স্থিতিস্থাপক জড় মাধ্যম
C
শক্তিশালী চুম্বকক্ষেত্র
D
কোনো নির্দিষ্ট দিকের আলোকরশ্মি
যান্ত্রিক তরঙ্গ (Mechanical Wave)
জড় মাধ্যমের কণার আন্দোলন ছাড়াও তরঙ্গ সৃষ্টি হতে পারে।
জড় মাধ্যমের কণার কম্পনের মাধ্যমে সৃষ্ট তরঙ্গকে যান্ত্রিক তরঙ্গ বলা হয়।
বিভিন্ন উপায়ে শব্দ সৃষ্টি হয় যা বিভিন্ন জড় পদার্থের কম্পন থেকে উৎপন্ন হয়।
উদাহরণ: পানির তরঙ্গ, শব্দ তরঙ্গ, ভূমি কম্পনের ফলে সৃষ্ট ভূ-তরঙ্গ ইত্যাদি।
যান্ত্রিক তরঙ্গের বৈশিষ্ট্য:
এই তরঙ্গ সৃষ্টি ও সঞ্চালনের জন্য অবিচ্ছিন্ন স্থিতিস্থাপক জড় মাধ্যম প্রয়োজন।
তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন ঘটে।
মাধ্যমের কণাগুলোর কম্পনের বা স্পন্দন গতির ফলে তরঙ্গ উৎপন্ন হয়।
তরঙ্গ মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি ও তথ্য সঞ্চারণ বা স্থানান্তর করে।
এক স্থান থেকে অন্য স্থানে তরঙ্গ সঞ্চারণের জন্য সময় প্রয়োজন।
তরঙ্গ সৃষ্টিকারী কণাগুলোর স্পন্দনের দিক এবং তরঙ্গ সঞ্চারণের দিক এক নাও হতে পারে।
তরঙ্গের কণাগুলোর বিভিন্ন বেগে স্পন্দিত হয়। স্পন্দনের বেগ পর্যায়ক্রমে কমে বাড়ে, কিন্তু তরঙ্গ সুষম বেগে সঞ্চারিত হয়।
অর্থাৎ, কণাগুলোর স্পন্দন গতি এবং তরঙ্গ বেগ এক নয়।
মাধ্যমের কণাগুলো সাম্য অবস্থান থেকে উপর-নিচে বা সামনে-পেছনে স্পন্দিত হয়, কিন্তু মাধ্যমের মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় না।
উৎস: পদার্থবিজ্ঞান প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago