A
শাকোট
B
সকেট
C
শকট
D
সকট
উত্তরের বিবরণ
সঠিক বানানের শব্দ হলো ‘শকট’। ‘শকট’ অর্থ গাড়ি।

0
Updated: 1 day ago
নিচের কোনটি মধ্যস্বরাগমের উদাহরণ?
Created: 2 weeks ago
A
স্কুল > ইস্কুল
B
রত্ন > রতন
C
সত্য > সত্যি
D
মারি > মাইর
স্বরাগম (Vowel Insertion)
সংজ্ঞা:
সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝে বা শব্দের শুরু/শেষে স্বরধ্বনি যোগ করা হয়। এটিকে বলা হয় মধ্য স্বরাগম, আদি স্বরাগম বা অন্ত্যস্বরাগম।
১. মধ্য স্বরাগম (Anaptyxis / বিপ্রকর্ষ / স্বরভক্তি)
-
সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মধ্যে স্বরধ্বনি আসে।
-
উদাহরণ:
মূল শব্দ | স্বরাগমের পরে |
---|---|
রত্ন | রতন |
ধর্ম | ধরম |
স্বপ্ন | স্বপন |
হর্ষ | হরষ |
প্রীতি | পিরীতি |
ক্লিপ | কিলিপ |
ফিল্ম | ফিলিম |
মুক্তা | মুকুতা |
তুর্ক | তুরুক |
গ্রাম | গেরাম |
প্রেক | পেরেক |
শ্লোক | শশালোক |
মুরগ | মুরাগ / মোরগ |
২. আদি স্বরাগম
-
শব্দের শুরুতে নতুন স্বরধ্বনি যুক্ত হয়।
-
উদাহরণ:
-
স্কুল → ইস্কুল
-
স্টেশন → ইস্টিশন
-
৩. অন্ত্যস্বরাগম
-
শব্দের শেষে নতুন স্বরধ্বনি যুক্ত হয়।
-
উদাহরণ:
-
দিশ্ → দিশা
-
সত্য → সত্যি
-
৪. অপিনিহিতি
-
পরের ই-কার আগে উচ্চারিত হলে বা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে।
-
উদাহরণ:
-
মারি → মাইর
-
আজি → আইজ
-
সাধু → সাউধ
-

0
Updated: 2 weeks ago
নিম্নে কোন বাক্যটি সঠিক?
Created: 3 weeks ago
A
কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়।
B
আগত শনিবারে তারা যাবে।
C
অশ্রুতে বুক ভেসে গেল।
D
দুর্বলবশত তিনি আসতে পারেননি।
শুদ্ধ বাক্য- অশ্রুতে বুক ভেসে গেল।
অন্যদিকে,
• অশুদ্ধ বাক্য- দুর্বলবশত তিনি আসতে পারেননি।
• শুদ্ধ বাক্য- দুর্বলতাবশত তিনি আসতে পারেননি।
• অশুদ্ধ বাক্য- আগত শনিবারে তারা যাবে।
• শুদ্ধ বাক্য- আগামী শনিবারে তারা যাবে।
• অশুদ্ধ বাক্য- কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়।
• শুদ্ধ বাক্য- কাব্যটির উৎকর্ষ প্রশংসনীয়।

0
Updated: 3 weeks ago
কোন বানানটি শুদ্ধ নয়?
Created: 1 month ago
A
দরিদ্রতা
B
উপযোগিতা
C
শ্রদ্ধাঞ্জলি
D
উর্দ্ধ
অশুদ্ধ বানান: উর্দ্ধ
• শুদ্ধ বানান: ঊর্ধ্ব।
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- উপরের দিক;
- উপরিভাগ;
- উচ্চতা।
• দরিদ্রতা, উপযোগিতা ও শ্রদ্ধাঞ্জলি শব্দের বানানগুলো শুদ্ধ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago