A
পুকুরে
B
বিলে
C
নদীতে
D
সাগরে
উত্তরের বিবরণ
সমুদ্রের পানিতে সাঁতার কাটা নদীর পানির তুলনায় সহজ, কারণ সমুদ্রের পানির ঘনত্ব তুলনামূলকভাবে বেশি। প্লবতা কোনো তরলের ঘনত্বের উপর নির্ভর করে—ঘনত্ব যত বেশি, প্লাবন শক্তিও তত বেশি হয়।
যেহেতু সমুদ্রের পানিতে দ্রবীভূত লবণের পরিমাণ বেশি, তাই এটি নদীর পানির তুলনায় অধিক ঘন এবং এতে শরীর বেশি ভেসে থাকে। ফলে সাঁতার কাটার সময় শরীরকে তুলনামূলকভাবে কম পরিশ্রমে ভাসিয়ে রাখা সম্ভব হয়। এই কারণেই নদীর তুলনায় সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজতর।
উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি ও কালের কণ্ঠ।

0
Updated: 2 months ago