A
৭টি
B
৮টি
C
১০টি
D
৯টি
উত্তরের বিবরণ
বাংলা বর্ণমালার ৫০টি বর্ণের মধ্যে মাত্রাহিন বর্ণ ১০টি। এগুলো হলোঃ এ, ঐ, ও, ঔ, ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ। অর্ধমাত্রার বর্ণ ৮টি। এগুলো হলোঃ ঋ, খ, গ, ণ, থ, ধ, প, শ এবং পূর্ণমাত্রার বর্ণ ৩২ টি।

0
Updated: 1 day ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 5 days ago
A
শান্তনা
B
সান্ত্বনা
C
সান্তনা
D
সান্তণা
বাংলা শব্দ সান্ত্বনা এসেছে সংস্কৃত শব্দ सान्त्वन (সান্ত্বন) থেকে। এর অর্থ হলো—মনের দুঃখ মোচন করার জন্য বলা বা করা সান্ত্বনামূলক কথা বা কাজ।
-
শান্তনা (ক) ❌ → ভুল, কারণ "শান্ত" থেকে এভাবে কোনো গ্রহণযোগ্য শব্দ গঠিত হয়নি।
-
সান্তনা (গ) ❌ → ভুল, কারণ এখানে "ত্ব" ধ্বনিটি বাদ পড়েছে।
-
সান্তণা (ঘ) ❌ → ভুল, এটি অপ্রচলিত ও অশুদ্ধ রূপ।
তাই শুদ্ধ বানান হলো “সান্ত্বনা”।

0
Updated: 5 days ago
‘টপ্পা’ কী?
Created: 1 month ago
A
এক ধরনের গান
B
বাদ্যযন্ত্র
C
নাচের মুদ্রা
D
বিশেষ ধরনের খেলা
কলকাতা ও শহরতলীতে রাগ - রাগীণী সংযুক্ত এক ধরনের গান টপ্পা। বাংলা টপ্পা গানের জনক রামনিধি গুপ্ত। তার রচিত একটি বিখ্যাত টপ্পা -
নানান দেশের নানান ভাষা
বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা?

0
Updated: 1 month ago
সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে বলা হয়–
Created: 2 days ago
A
উপমান কর্মধারয়
B
রূপক কর্মধারয়
C
উপমিত কর্মধারয়
D
মধ্যপদলোপী কর্মধারয়
সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমান পদের যে সমাস হয়, তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। যেমন— মুখচন্দ্র = মুখ চন্দ্রের ন্যায় (সাধারণ বৈশিষ্ট্য অনুপস্থিত)

0
Updated: 2 days ago