কোনটি শুদ্ধ বানান?
A
শাকোট
B
সকেট
C
শকট
D
সকট
উত্তরের বিবরণ
সঠিক বানানের শব্দ হলো ‘শকট’। ‘শকট’ অর্থ গাড়ি।

0
Updated: 1 month ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
শিরোচ্ছেদ
B
শিরশ্চেদ
C
শিরশ্ছেদ
D
শীরোচ্ছেদ
সঠিক বানান- শিরশ্ছেদ। প্রদত্ত শব্দটি একটি পদ। শিরশ্ছেদ শব্দের অর্থ - কর্তন করা, কেটে ফেলা, কতল করা, গর্দান নেওয়া, মাথা নেওয়া ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।

0
Updated: 1 month ago
নিচের কোন শব্দটি ‘ণ-ত্ব বিধান’ অনুযায়ী অশুদ্ধ বানান?
Created: 2 months ago
A
ত্রিনয়ন
B
গ্রন্থ
C
অঘ্রান
D
গভর্ণর
১. শুদ্ধ বানান উদাহরণ
-
অশুদ্ধ: গভর্ণর
-
শুদ্ধ: গভর্নর
২. ণ-ত্ব বিধান যেখানে প্রযোজ্য নয়
-
সমাসবদ্ধ শব্দে
-
সাধারণত ‘ণ’ ব্যবহার হয় না, ‘ন’ থাকে।
-
উদাহরণ: ত্রিনয়ন, সর্বনাম
-
-
ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন
-
কখনো ণ হয় না, ন থাকে।
-
উদাহরণ: অন্ত, গ্রন্থ
-
-
দেশি, তদ্ভব ও বিদেশি শব্দে
-
ণ ব্যবহার প্রয়োজন নেই।
-
উদাহরণ: গভর্নর, অঘ্রান
-

0
Updated: 2 months ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 2 weeks ago
A
শসিভূষণ
B
শষিভূষণ
C
শশিভূষণ
D
শশিভুষণ
শুদ্ধ বানান: শশিভূষণ
-
শব্দের পদ: বিশেষ্য
-
উৎস: সংস্কৃত
অর্থ:
-
চন্দ্রের মতো অলঙ্কৃত বা শোভিত ব্যক্তি/বস্তু
-
শিবের এক নামে ব্যবহার

0
Updated: 2 weeks ago