A
eBay
B
YouTube
C
CNN
D
উত্তরের বিবরণ
সংক্ষেপে বর্ণনা:
eBay হলো একটি বিশ্বব্যাপী জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস, যেখানে ব্যবহারকারীরা নতুন বা পুরনো, সাধারণ বা সংগ্রহযোগ্য যেকোনো পণ্য ক্রয়-বিক্রয় করতে পারে। এটি নিলাম (Auction) বা স্থির মূল্য (Fixed Price) পদ্ধতিতে লেনদেনের সুবিধা দেয়।
মোটামুটি তুলনা:
YouTube: ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম
CNN: নিউজ ও সংবাদ সেবা
LinkedIn: পেশাগত নেটওয়ার্কিং
eBay: অনলাইন কেনাকাটা ও বিশ্বব্যাপী পণ্য বিক্রয়
ই-কমার্স সংজ্ঞা:
ই-কমার্স হলো ইন্টারনেট বা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে পণ্য ও সেবা ক্রয়-বিক্রয় এবং ব্যবসায়িক লেনদেনের প্রক্রিয়া।
অন্যান্য জনপ্রিয় ই-কমার্স সাইট:
Alibaba
Amazon
Daraz
Bikroy
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

0
Updated: 1 day ago
কোন সাইটটি কেনা-বেচার জন্য নয়?
Created: 4 hours ago
A
ekhanei.com
B
olx.com
C
google.com
D
amazon.com
ই-কমার্স
ই-কমার্স বলতে ইলেকট্রনিক কমার্স বোঝায়। এটি এমন একটি বাণিজ্য ব্যবস্থা যেখানে ইলেকট্রনিক বা ডিজিটাল মাধ্যমের মাধ্যমে পণ্য বা সেবা কেনা-বেচা হয়। আধুনিক ই-কমার্স সাধারণত ওয়াল্ড ওয়াইড ওয়েব (WWW) ব্যবহার করে পরিচালিত হয়।
ই-কমার্সের সুবিধাসমূহ:
-
ক্রেতারা ঘরে বসে কম্পিউটারের মাধ্যমে বিশ্বজুড়ে বাজারজাতকারীদের পণ্য ও সেবা খুঁজতে পারে।
-
প্রয়োজন অনুযায়ী অর্ডার দেওয়া যায় এবং পণ্য ডেলিভারী খুব দ্রুত পাওয়া যায়।
-
ব্যবসায়ী ও ক্রেতা উভয়েই উপকৃত হয়।
-
এটি মূলত ডিজিটাল ডাটা প্রসেসিং-এর মাধ্যমে পরিচালিত হয়, যেখানে তথ্য আদান-প্রদান ইন্টারনেট বা উন্মুক্ত নেটওয়ার্কের মাধ্যমে হয়।
ই-কমার্সের কিছু উদাহরণ:
-
Amazon.com – অনলাইনে পণ্য কেনাবেচার জন্য পরিচিত ওয়েবসাইট।
-
Ekanei.com, Olx.com – অনলাইনে কেনাবেচার জন্য ব্যবহৃত অন্যান্য জনপ্রিয় সাইট।
সার্চ ইঞ্জিন
সার্চ ইঞ্জিন হলো একটি সফটওয়্যার সিস্টেম যা ওয়েবসাইট বা অনলাইনে তথ্য খুঁজে পেতে ব্যবহৃত হয়।
জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলোর উদাহরণ:
-
Google.com
-
Yahoo.com
-
Bing.com
সার্চ ইঞ্জিন মূলত ই-কমার্স বা অন্যান্য তথ্য সহজে খুঁজে পেতে সাহায্য করে।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।

0
Updated: 4 hours ago
নিচের কোন সাইটটি কেনা-বেচার জন্য নয়?
Created: 1 week ago
A
ekanei.com
B
Olx.com
C
google.com
D
amazon.com
ই-কমার্স সাইট (E-commerce Site)
যেসব ওয়েবসাইটের মাধ্যমে পণ্য বা সেবা অনলাইনে কেনাবেচা করা যায়, সেগুলোকে ই-কমার্স সাইট বলা হয়। উদাহরণস্বরূপ – Amazon.com, ekanei.com, এবং Olx.com। এসব ওয়েবসাইট ব্যবহার করে ঘরে বসেই অনলাইনে কেনাকাটা বা বিক্রি করা সম্ভব।
সার্চ ইঞ্জিন (Search Engine)
সার্চ ইঞ্জিন হলো এমন একধরনের সফটওয়্যার সিস্টেম, যা মূলত ইন্টারনেট থেকে তথ্য খুঁজে বের করার জন্য তৈরি। ব্যবহারকারীরা যখন কোনো তথ্য খোঁজে, সার্চ ইঞ্জিন সেটি বিভিন্ন ওয়েবসাইট থেকে খুঁজে এনে দেখায়। জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে রয়েছে – Google.com, Yahoo.com, এবং Bing.com।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি

0
Updated: 1 week ago