বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?
A
৭টি
B
৮টি
C
১০টি
D
৯টি
উত্তরের বিবরণ
বাংলা বর্ণমালার ৫০টি বর্ণের মধ্যে মাত্রাহিন বর্ণ ১০টি। এগুলো হলোঃ এ, ঐ, ও, ঔ, ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ। অর্ধমাত্রার বর্ণ ৮টি। এগুলো হলোঃ ঋ, খ, গ, ণ, থ, ধ, প, শ এবং পূর্ণমাত্রার বর্ণ ৩২ টি।

0
Updated: 1 month ago
'চাকর' কোন ভাষার শব্দ?
Created: 1 month ago
A
বাংলা
B
চীনা
C
ফারসি
D
আরবি
চাকর
-
শব্দের উৎস: ফারসি ভাষা
-
পদভেদ: বিশেষ্য
-
অর্থ:
-
পরিচারক
-
কর্মচারী
-
ফারসি থেকে বাংলা ভাষায় আগত কিছু শব্দ
-
গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, দারোয়ান, সাদা, খরগোশ, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চাকর ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 month ago
গাড়ি চলে না, চলে না, নারে........গানের গীতিকার কে?
Created: 2 months ago
A
সঞ্জীব চৌধুরী
B
বাপ্পা মজুমদার
C
শাহ্ আবদুল করিম
D
দাশরথি রায়
শাহ্ আবদুল করিম
শাহ্ আবদুল করিম ছিলেন একজন খ্যাতনামা লোকসঙ্গীত শিল্পী, গীতিকার এবং সুরকার। তিনি ১৯১৬ সালে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ধলআশ্রম গ্রামে জন্মগ্রহণ করেন। তার সঙ্গীত যাত্রা শুরু হয় বাংলা ভাবধারার বাউল সংস্কৃতির মাধ্যমে।
প্রথমদিকে তিনি বাউল সঙ্গীতের পাশাপাশি ভক্তিমূলক গান, জারি, সারি এবং রাধাকৃষ্ণ সম্পর্কিত পালাগান গাইতেন। তবে জীবনের পরবর্তী সময়ে তিনি গণসঙ্গীত রচনা ও পরিবেশনে বিশেষ পরিচিতি লাভ করেন।
শাহ্ আবদুল করিম ছিলেন গণচেতনার সঙ্গীতের একজন প্রভাবশালী রচয়িতা, সুরকার ও গায়ক, পাশাপাশি বাউল আঙ্গিকের একজন দক্ষ শিল্পী। কৈশোর থেকেই তিনি গণসঙ্গীতের প্রতি গভীর অনুরাগ অনুভব করতেন, যা সম্ভবত তার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে উদ্ভূত।
তার রচিত বেশ কিছু জনপ্রিয় গানের কয়েকটি পঙ্ক্তি হলো—
-
আগে কি সুন্দর দিন কাটাইতাম।
-
কেমনে ভুলিবো আমি বাঁচি না তারে ছাড়া।
-
গাড়ি চলে না, চলে না, নারে।
-
বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে।
-
গান গাই আমার মনরে বুঝাই।
-
আইলায় না আইলায় নারে বন্ধু।
-
বসন্ত বাতাসে সইগো, ইত্যাদি।
সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago
নিচের কোন বিরাম চিহ্নকে পদ সংযোগ চিহ্ন বলে?
Created: 1 month ago
A
ড্যাস
B
কোলন
C
সেমিকোলন
D
হাইফেন
হাইফেন কে সংযোগ চিহ্ন বলা হয়। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহার করা হয়।

0
Updated: 1 month ago