কোন বাক্যটি শুদ্ধ?
A
আমি সন্তোষ হলাম
B
আমি সন্তুষ্ট হলাম
C
আমি সন্তোষ্ট হইলাম
D
আমি সন্তূষ্ট হলাম
উত্তরের বিবরণ
'আমি সন্তুষ্ট হলাম' বাক্যটি শুদ্ধ। আমি সন্তোষ হলাম, আমি সন্তোষ্ট হইলাম বাক্য গুলোতে ব্যাকরণগত ভুল রয়েছে।

0
Updated: 1 month ago
কোন শব্দে শুদ্ধ প্রয়োগ ঘটেছে?
Created: 1 week ago
A
নিরপরাধী
B
অহর্নিশি
C
নির্দোষ
D
দিবারাত্রি
শুদ্ধ প্রয়োগ: নির্দোষ।
বাংলা ভাষায় অনেক শব্দ সমাসের ফলে গঠিত হলেও ব্যবহারিক কারণে তাদের মধ্যে কিছু অশুদ্ধ রূপ প্রচলিত রয়েছে। প্রমিত নিয়ম অনুযায়ী এসব শব্দের নির্ভুল বা শুদ্ধ রূপ ব্যবহার করা আবশ্যক।
সমাস-ঘটিত কিছু অশুদ্ধ শব্দ ও তাদের শুদ্ধরূপ:
-
নিরপরাধী → নিরপরাধ
-
অহর্নিশি → অহর্নিশ
-
নিরহঙ্কারী → নিরহঙ্কার
-
নির্দোষী → নির্দোষ
-
পিতাহারা → পিতৃহারা
-
অর্ধরাত্রি → অর্ধরাত্র
-
নিরভিমানী → নিরভিমান
-
দিবারাত্রি → দিবারাত্র
-
নীরোগী → নীরোগ

0
Updated: 1 week ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 1 month ago
A
অনির্বাচ্চ
B
অনিবাচ্য
C
অনিবার্চ্য
D
অনির্বাচ্য
শব্দ: অনির্বাচ্য
-
পদ: বিশেষণ
-
উৎপত্তি: সংস্কৃত
-
অর্থ:
-
বাক্যে প্রকাশ করা যায় না এমন
-
বর্ণনার অতীত
-
নির্বাচনের অযোগ্য
পদ: বিশেষণ
উৎপত্তি: সংস্কৃত
অর্থ:
-
বাক্যে প্রকাশ করা যায় না এমন
-
বর্ণনার অতীত
-
নির্বাচনের অযোগ্য
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 month ago
শুদ্ধ বাক্য কোনটি?
Created: 2 months ago
A
সারা দেশব্যাপী দিবসটি উদ্যাপন করা হবে।
B
সারা দেশে দিবসটি উদ্যাপন করা হবে।
C
দেশব্যাপী দিবসটি উদ্যাপন করা হবে।
D
সারা দেশে দিবসটি উদ্যাপন করা হবে।
বাংলা ভাষায় শুদ্ধ বাক্য নির্ধারণের জন্য বানান, শব্দচয়ন, এবং ব্যাকরণগত নিয়ম বিবেচনা করতে হয়।
অপশনগুলোর বিশ্লেষণ:
ক) সারা দেশব্যাপী দিবসটি উদ্যাপন করা হবে:
- ‘উদ্যাপন’ বানান শুদ্ধ।
তবে ‘সারা দেশব্যাপী’ অশুদ্ধ, কারণ ‘সারা’ এবং ‘দেশব্যাপী’র দ্বৈত ব্যবহার অপ্রয়োজনীয়।
অর্থ্যাৎ, বাক্যটি শুদ্ধ নয়।
খ) সারা দেশে দিবসটি উদ্যাপন করা হবে:
- ‘উদ্যাপন’ বানান অশুদ্ধ।
অর্থ্যাৎ, বানান ভুলের কারণে বাক্যটি শুদ্ধ নয়।
গ) দেশব্যাপী দিবসটি উদ্যাপন করা হবে:
- ‘উদ্যাপন’ বানান অশুদ্ধ।
অর্থ্যাৎ, বানান ভুল এবং বাক্যাংশের অপ্রচলিত ব্যবহারের কারণে শুদ্ধ নয়।
ঘ) সারা দেশে দিবসটি উদ্যাপন করা হবে:
- ‘উদ্যাপন’ বানান শুদ্ধ।
- ‘সারা দেশে’ ব্যাকরণগতভাবে শুদ্ধ এবং প্রচলিত ব্যবহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
অর্থাৎ, বাক্যটি বানান এবং ব্যাকরণের দিক থেকে সম্পূর্ণ শুদ্ধ।

1
Updated: 2 months ago