EEPROM-এর পূর্ণরূপ কী?
A
Electronically Encrypted Permanent Read-Only Memory
B
Electrically Erasable Programmable Read Only Memory
C
Electrically Efficient Programmable RAM
D
Electrically Erasable Primary Read-Only Memory
উত্তরের বিবরণ
EEPROM (Electrically Erasable Programmable Read-Only Memory)
সংজ্ঞা:
EEPROM হলো একটি নন-ভলাটাইল মেমরি, যা বিদ্যুৎ বন্ধ থাকলেও তথ্য ধরে রাখে। এটি ব্যবহারকারীর ইলেকট্রিক্যালি তথ্য মুছে ফেলা এবং পুনঃলিখতে সক্ষম।
বৈশিষ্ট্য:
বিদ্যুৎ বন্ধ হলে তথ্য হারায় না (Non-Volatile)।
তথ্য মুছে ফেলা বা পুনঃলিখন সরাসরি ডিভাইসে সম্ভব।
EPROM-এর তুলনায় দ্রুত এবং আংশিক ডেটা মুছে ফেলা যায়।
সাধারণত ব্যবহার হয়:
মাইক্রোকন্ট্রোলার
কম্পিউটার BIOS
অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস
সারসংক্ষেপ:
EEPROM ROM বা PROM-এর তুলনায় বেশি ব্যবহারযোগ্য এবং সুবিধাজনক, কারণ এটি সরাসরি প্রোগ্রাম করা এবং পরিবর্তন করা যায়, কোনো হার্ডওয়্যার খুলতে হয় না।

0
Updated: 1 month ago
নিম্নোক্ত কোন ধরনের স্টোরেজ ডিভাইসটি অস্থায়ী মেমোরি হিসেবে পরিচিত?
Created: 3 weeks ago
A
SSD
B
DVD-ROM
C
DRAM
D
Magnetic Tape
DRAM (Dynamic Random Access Memory) হলো এক ধরনের ভোলাটাইল মেমোরি, যা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে তার ডেটা হারিয়ে ফেলে।
-
ভোলাটাইল মেমোরি:
-
এটি অস্থায়ী বা ভোলাটাইল ধরনের মেমোরি, যা ডেটা ধরে রাখতে বিদ্যুৎ সরবরাহের উপর নির্ভরশীল।
-
কম্পিউটার চালু থাকা অবস্থায় তথ্য সংরক্ষণে ব্যবহৃত হয়।
-
বিদ্যুৎ চলে গেলে এই মেমোরিতে থাকা সকল তথ্য মুছে যায়।
-
এর মধ্যে DRAM সবচেয়ে প্রচলিত, যা প্রধান মেমোরি (Main Memory) বা RAM হিসাবে কম্পিউটারে ব্যবহৃত হয়।
-
কম্পিউটার বন্ধ করলে DRAM-এ থাকা সব তথ্য মুছে যায়।
-
উল্লেখযোগ্য নন-ভোলাটাইল স্টোরেজ ডিভাইস:
-
SSD (Solid State Drive): বিদ্যুৎ ছাড়াই ডেটা সংরক্ষণ করতে সক্ষম।
-
DVD-ROM: অপটিক্যাল স্টোরেজ মাধ্যম, যা ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ করে।
-
Magnetic Tape: দীর্ঘমেয়াদী ডেটা ব্যাকআপের জন্য ব্যবহৃত হয়।

0
Updated: 3 weeks ago
কম্পিউটারের যে ডিস্কে সিস্টেম সফটওয়্যার থাকে তাকে বলে-
Created: 1 month ago
A
স্টার্ট আপ ডিস্ক
B
ডিস্ক কম্প্যাক্ট ডিস্ক
C
হাইডেনসিটি ডিস্ক
D
ম্যাগনেটিক ডিস্ক
সিস্টেম সফটওয়্যার মানে হলো অপারেটিং সিস্টেম (Windows, Linux ইত্যাদি) বা সেই ধরনের প্রোগ্রাম, যেগুলো কম্পিউটার চালু হওয়ার জন্য দরকার হয়।যখন কম্পিউটার চালু হয়, তখন সে প্রথমে একটি নির্দিষ্ট ডিস্ক থেকে সিস্টেম সফটওয়্যার লোড করে।ওই ডিস্কটিকে বলা হয় স্টার্ট আপ ডিস্ক (Boot Disk নামেও পরিচিত)।
কম্প্যাক্ট ডিস্ক (CD): এখানে সফটওয়্যার থাকতে পারে, কিন্তু এটিকে সাধারণভাবে “সিস্টেম সফটওয়্যার ডিস্ক” বলা হয় না।
হাই ডেনসিটি ডিস্ক: এটি কেবল স্টোরেজের ধারণক্ষমতা বোঝায় (যেমন ফ্লপি ডিস্কের ক্ষেত্রে)।
ম্যাগনেটিক ডিস্ক: হার্ডডিস্ক বা ফ্লপি বোঝাতে পারে, তবে প্রশ্নে নির্দিষ্টভাবে “সিস্টেম সফটওয়্যার থাকা ডিস্ক” চাওয়া হয়েছে।
তাই সঠিক উত্তর হলো: স্টার্ট আপ ডিস্ক।

0
Updated: 1 month ago
কোনটি সহায়ক মেমোরি নয়?
Created: 1 month ago
A
ফ্লপি ডিস্ক
B
হার্ড ডিস্ক
C
সিডি
D
রম
কম্পিউটারের স্মৃতি
কম্পিউটারের স্মৃতি প্রধানত দুই প্রকার:
-
প্রধান স্মৃতি (Main Memory / Primary Memory)
-
সহায়ক স্মৃতি (Auxiliary Memory / Secondary Memory)
১. প্রধান স্মৃতি (Main Memory)
-
CPU-এর সঙ্গে সরাসরি সংযুক্ত, তাই অভ্যন্তরীণ স্মৃতি বলেও পরিচিত।
-
প্রক্রিয়াকরণের জন্য তথ্যসমূহ এখানে রাখা হয়।
-
যতক্ষণ প্রক্রিয়াকরণ চলছে, তথ্যগুলো এখানে অবস্থান করে।
-
প্রতিটি স্থান চিহ্নিত থাকে ঠিকানা (Address) দ্বারা।
-
প্রধান স্মৃতির ধরনসমূহ:
-
চুম্বকীয় কোর স্মৃতি (Magnetic Core Memory)
-
চুম্বকীয় বুদবুদ স্মৃতি (Magnetic Bubble Memory)
-
অর্ধপরিবাহী স্মৃতি (Semiconductor Memory): RAM, ROM
-
পাতলা পর্দা স্মৃতি (Thin Film Memory)
-
চার্জ কাপল স্মৃতি (Charge Coupled Memory)
-
২. সহায়ক স্মৃতি (Auxiliary Memory)
-
প্রধান স্মৃতিতে থাকা তথ্য স্থায়ীভাবে সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।
-
ধারণক্ষমতা প্রধান স্মৃতির তুলনায় বহুগুণ বেশি।
-
স্বয়ংক্রিয়ভাবে তথ্য মুছে যায় না।
-
উদাহরণ:
-
ফ্লপি ডিস্ক (Floppy Disc)
-
হার্ড ডিস্ক (Hard Disc)
-
সিডি (CD-Compact Disc)
-
চৌম্বক ফিতা (Magnetic Tape / Disc)
-
চৌম্বক ড্রাম (Magnetic Drum)
-

0
Updated: 1 month ago