অসৎ উদ্দেশ্যে টেলিকমিউনিকেশন সিস্টেমে হস্তক্ষেপ করাকে কী বলা হয়?

A

ভিশিং

B

ফিশিং

C

ক্র্যাকিং

D


ফ্রেকিং

উত্তরের বিবরণ

img

অসৎ উদ্দেশ্যে টেলিকমিউনিকেশন সিস্টেমে হস্তক্ষেপ


 ফ্রেকিং (Phreaking)


অসৎ উদ্দেশ্যে টেলিকমিউনিকেশন সিস্টেমে হস্তক্ষেপ করাকে ফ্রেকিং (Phreaking) বলা হয়।

এটি একটি অবৈধ কার্যক্রম যেখানে কেউ টেলিফোন বা অন্যান্য যোগাযোগ ব্যবস্থায় অননুমোদিতভাবে প্রবেশ করে, কল নিয়ন্ত্রণ করে বা তথ্য চুরি করে।


মূলত টেলিফোন লাইনের সিগন্যালিং সিস্টেমে হাত দিতে বা নিয়ন্ত্রণ নিতে করা হয়।


ফ্রেকাররা বিনা খরচে কল করা, নেটওয়ার্কের দুর্বলতা ব্যবহার করা বা ব্যক্তিগত তথ্য সংগ্রহের উদ্দেশ্যে এটি করে।


এটি আইনের দৃষ্টিতে গুরুতর অপরাধ এবং টেলিকমিউনিকেশন নিরাপত্তার জন্য বড় হুমকি।


আধুনিক ডিজিটাল যুগে ফ্রেকিং শুধু ফোনেই নয়, ইন্টারনেট-ভিত্তিক সিস্টেমেও ঘটতে পারে।


 সঠিক উত্তর: ঘ) ফ্রেকিং


 বিভিন্ন ধরণের সাইবার অপরাধ


ফ্রেকিং (Phreaking):

টেলিকমিউনিকেশন সিস্টেম হ্যাক করে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার প্রক্রিয়া।


হ্যাকিং (Hacking):

কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক বা ডেটায় অননুমোদিত প্রবেশ। এ কাজে যুক্ত ব্যক্তিকে হ্যাকার বলে।


ফিশিং (Phishing):

নকল ওয়েবসাইট বা ই-মেইল ব্যবহার করে ব্যবহারকারীর গোপনীয় তথ্য হাতিয়ে নেওয়া।


ভিশিং (Vishing):

ফোন বা ভয়েস কলের মাধ্যমে ফিশিং করা; একে ভয়েস ফিশিং-ও বলা হয়।


স্প্যামিং (Spamming):

অবাঞ্ছিত ই-মেইল বা মেসেজ পাঠানো। এ কাজ যারা করে তারা স্প্যামার।


স্পুফিং (Spoofing):

ভুয়া বা মিথ্যা তথ্য দিয়ে নেটওয়ার্ক বিভ্রান্ত করে নিরাপত্তা ভেদ করা।


স্নিকিং (Sneaking):

গোপনে ব্যবহারকারীর সিস্টেমে প্রবেশ করে তার তথ্য চুরি করা।


প্লেজিয়ারিজম (Plagiarism):

অন্যের লেখা, গবেষণা বা সাহিত্য চুরি করে নিজের নামে প্রকাশ করা।


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান

Unfavorite

0

Updated: 1 month ago

Related MCQ

কোন Function Key ব্যবহার করে কম্পিউটারে Help Menu দেখা যায়?


Created: 4 weeks ago

A

F1


B

F2


C

F3


D

F4


Unfavorite

0

Updated: 4 weeks ago

কোনটি কম্পিউটার সিস্টেমের কর্মক্ষমতায় কোনো ভূমিকা রাখে না?


Created: 3 weeks ago

A

Size of Register


B

Size of Cache Memory


C

Size of RAM


D

Size of ROM


Unfavorite

0

Updated: 3 weeks ago

কোয়ান্টাম কম্পিউটিংয়ে একটি Qubit একই সাথে 0 এবং 1 উভয় অবস্থায় থাকতে পারে, একে কী বলা হয়?


Created: 4 weeks ago

A

Entanglement


B

Interference


C

Superposition


D

Quantum Tunneling


Unfavorite

0

Updated: 4 weeks ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD