কোন কম্পোনেন্টটি CPU-এর জন্য অল্প সময়ে তথ্য অ্যাক্সেসে সবচেয়ে কার্যকর?

A

Registers


B

ROM

C

Hard Drive

D

RAM

উত্তরের বিবরণ

img

CPU-এর জন্য তথ্য অ্যাক্সেসের ক্ষেত্রে সবচেয়ে কার্যকর কম্পোনেন্ট


 Registers


Registers হল মাইক্রোপ্রসেসরের ভেতরে থাকা ছোট, অতি-দ্রুত মেমোরি ইউনিট, যা তাত্ক্ষণিকভাবে ডেটা এবং নির্দেশাবলী সংরক্ষণ করতে পারে। CPU যখন কোনো গণনা বা অপারেশন সম্পন্ন করে, তখন এটি প্রথমেই Registers ব্যবহার করে কারণ এগুলি RAM বা Hard Drive-এর তুলনায় অনেক দ্রুত।


ROM: শুধুমাত্র পড়ার জন্য ব্যবহৃত হয় এবং পরিবর্তনযোগ্য নয়, তাই CPU-র জন্য তাত্ক্ষণিক ডেটা অ্যাক্সেসে কার্যকর নয়।


RAM: Registers-এর চেয়ে ধীরে কাজ করে।


Registers: অল্প সময়ে তথ্য অ্যাক্সেসের জন্য সবচেয়ে কার্যকর।


 সঠিক উত্তর: Registers


প্রসেসর বা CPU-এর সংগঠন


CPU-এর প্রধানত তিনটি অংশ থাকে:

১) নিয়ন্ত্রণ অংশ (Control Unit)

২) অ্যারিথমেটিক লজিক ইউনিট (ALU)

৩) রেজিস্টার বা মেমোরি (Registers/Memory)


১) নিয়ন্ত্রণ অংশ (Control Unit)


কম্পিউটারে সম্পাদিত সমস্ত কাজের নিয়ন্ত্রণ করে।


CPU, মেমোরি এবং ইনপুট/আউটপুট ডিভাইসের মাধ্যমে ডাটা প্রবাহ নিয়ন্ত্রণ করে।


ROM ও RAM-এ সঞ্চিত নির্দেশ অনুসারে কাজ করতে কম্পিউটারের অন্য সব অংশকে আদেশ দেয়।


বাইনারি কোডের নির্দেশকে মেমোরি থেকে গ্রহণ করে এবং ডিকোড করে।


২) অ্যারিথমেটিক লজিক ইউনিট (ALU)


এখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, OR, AND, NOR, XOR ইত্যাদি অপারেশন সম্পন্ন হয়।


একটি প্রোগ্রাম কাউন্টার থাকে, যাতে পূর্বের নির্দেশনার ঠিকানা থাকে।


কোন নির্দেশনা কখন সম্পাদিত হবে তা এখান থেকে নির্ধারণ করা যায়।


৩) রেজিস্টার বা মেমোরি (Registers/Memory)


Registers হলো CPU-এর একটি অংশ।


এতে দ্রুত লিখন ও পঠন সম্ভব।


ALU-তে তথ্য প্রক্রিয়াকরণে Registers সাহায্য করে।


কোনো কাজ সম্পাদনের সময় সাময়িকভাবে ডেটা সংরক্ষণ করা হয়।


অপারেশনের ফলাফল সাময়িকভাবে এখানে সঞ্চিত থাকে।


 উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

Unfavorite

0

Updated: 1 month ago

Related MCQ

কন্ট্রোল ইউনিট সম্পর্কে কোনটি সঠিক?

Created: 2 weeks ago

A

এটি CPU ক্লক গতি বাড়ায়

B

এটি স্থায়ী তথ্য সংরক্ষণ করে যেমন ROM

C


এটি যোগ এবং বিয়োগের মতো গণনা সম্পন্ন করে

D


এটি প্রসেসরের কার্যক্রম নির্দেশ করে

Unfavorite

0

Updated: 2 weeks ago

CPU-এর ক্লক স্পিড কোন এককের মাধ্যমে পরিমাপ করা হয়?


Created: 1 month ago

A

Hertz (Hz)


B

Watt (W)


C

Byte (B)


D

Pascal (Pa)


Unfavorite

0

Updated: 1 month ago

কোন CPU আর্কিটেকচার স্মার্টফোনে বেশি ব্যবহৃত হয়?

Created: 3 weeks ago

A

X86

B

X64

C

Qualcomm

D

RISC

Unfavorite

0

Updated: 3 weeks ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD