A
সংস্কৃত
B
আরবি
C
ফারসি
D
ইংরেজি
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় সমাসের ব্যবহার সংস্কৃত ব্যাকরণের প্রভাবেই এসেছে। সমাস প্রাচীন সংস্কৃত ব্যাকরণে পাণিনির "অষ্টাধ্যায়ী" গ্রন্থে বিশেষভাবে আলোচিত হয়েছে।

0
Updated: 1 day ago
”মেনিমুখো” কোন সমাসের উদাহরণ?
Created: 1 month ago
A
কর্মধারয় সমাস
B
তৎপুরুষ সমাস
C
বহুব্রীহি সমাস
D
দ্বন্দ্ব সমাস
• ”মেনিমুখো” মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ।
• মধ্যপদলোপী বহুব্রীহি:
- বহুব্রীহি সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশ যদি সমস্তপদে লোপ পায়, তবে তাকে মধ্যপদলোপী বহুব্রীহি বলে।
যেমন:
- বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর = বিড়ালচোখী,
- হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি।
- এমনি ভাবে ”গায়ে হলুদ”, ”মেনিমুখো” ইত্যদি।

0
Updated: 1 month ago
প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম–
Created: 5 days ago
A
তত্ত্ববোধিনী
B
কল্লোল
C
সবুজ পত্র
D
ধূমকেতু
তত্ত্ববোধিনী - অক্ষয়কুমার দত্ত, কল্লোল - দীনেশরঞ্জন দাস, ধূমকেতু - কাজী নজরুল ইসলাম, সবুজপত্র - প্রমথ চৌধুরী। সবুজপত্র ১৯১৪ সালে প্রকাশ ঘটে।

0
Updated: 5 days ago
রাবণের চিতা অর্থ কী?
Created: 5 days ago
A
চির অশান্তি
B
চির শান্তি
C
চির নিদ্রা
D
চির সুখী
রাবণ ছিল রামায়ণের রাক্ষসরাজ। তাকে দহন করার জন্য চিতা জ্বালানো হলে, সেই চিতায় শান্তি নেই—অর্থাৎ আগুন জ্বলতে থাকে, অশান্তি চলতেই থাকে। এজন্য "রাবণের চিতা" বলতে বোঝানো হয় এমন একটি অবস্থা, যেখানে কখনো শান্তি থাকে না, সর্বদা অশান্তি বিরাজ করে।

0
Updated: 5 days ago