A
দৈন্যতা
B
দীন্যতা
C
দীনতা
D
দিনতা
উত্তরের বিবরণ
সঠিক বানান হল - - দীনতা।
অপশনে অন্য বানান গুলো সঠিক নয়। উত্তর - দীনতা।

0
Updated: 1 day ago
কোনটি প্রমিত বানান?
Created: 3 weeks ago
A
খ্রিস্টান
B
গড্ডালিকা
C
অহোরাত্রি
D
মিথস্ক্রিয়া
সঠিক বানান = মিথস্ক্রিয়া।
- এটি একটি বিশেষ্য পদ।
অর্থ:
-পারস্পরিক ক্রিয়া, আন্তঃক্রিয়া।
অন্যদিকে,
• অশুদ্ধ = খ্রিস্টান;
• শুদ্ধ = খ্রিষ্টান;
• অশুদ্ধ = গড্ডালিকা;
• শুদ্ধ = গড্ডলিকা;
• অশুদ্ধ = অহোরাত্রি;
• শুদ্ধ = অহোরাত্র;

0
Updated: 3 weeks ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 3 weeks ago
A
মধ্যাহ্ণ
B
পীড়াপিড়ী
C
সদ্যেজাত
D
বিকিরণ
- সঠিক বানান = বিকিরণ।
- এটি একটি বিশেষ্য পদ।
অর্থ:
- বিক্ষেপ, বিস্তৃতি।
- কোনো বিন্দু থেকে শক্তি বিচ্ছুরণ,
অন্যদিকে,
• অশুদ্ধ = সদ্যেজাত;
• শুদ্ধ =সদ্যোজাত;
• অশুদ্ধ = পীড়াপিড়ী;
• শুদ্ধ = পীড়াপীড়ি;
• অশুদ্ধ = মধ্যাহ্ণ;
• শুদ্ধ = মধ্যাহ্ন;

0
Updated: 3 weeks ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 1 month ago
A
শিরোচ্ছেদ
B
শিরচ্ছেদ
C
শিরশ্ছেদ
D
শিরোঃচ্ছেদ
শুদ্ধ বানান – শিরশ্ছেদ (বিশেষ্য): সংস্কৃত শব্দ – প্রকৃতি প্রত্যয় = শিরস্+ছেদ। অর্থ: মাথা কেটে ছিন্নকরণ।

0
Updated: 1 month ago