A
ঠোঁট কাটা
B
গায়ে পড়ে মাতব্বরী
C
কাণ্ডজ্ঞানহীন
D
ধনের অহংকার
উত্তরের বিবরণ
ফপর দালালি - গায়ে পড়ে মাতব্বরি বা অতিরিক্ত চালবাজি।
উদাহরণ : সবখানে ফপর দালালি চলে না, জায়গা বুঝে কাজ করতে হয়।

0
Updated: 1 day ago
যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয়-
Created: 1 month ago
A
দ্বন্দ্ব সমাস
B
অব্যয়ীভাব সমাস
C
কর্মধারয় সমাস
D
নিত্য সমাস
নিত্য সমাস
যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় না, তাকে নিত্য সমাস বলে।
যেমন:
- অন্য দেশ = দেশান্তর;
- ঈষৎ লাল = লালচে,
- অন্যকাল = কালান্তর ইত্যাদি,
- দুই এবং নব্বই = বিরানব্বই,
- কেমল দর্শন = দর্শনমাত্র।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 1 month ago
'রি রি করা' বলতে বোঝায়?
Created: 4 days ago
A
তীব্র ব্যথা
B
ঘৃণা করা
C
তীব্র ক্রোধ
D
মাথা ব্যাথা
বাংলা ভাষার কিছু গুরুত্বপূর্ণ ভাষারঙ্গ
১. অব্যয় – রি রি
-
অর্থ: তীব্র ক্রোধ বা অন্য কোনো তীব্র অনুভূতি প্রকাশের জন্য ব্যবহৃত শব্দ
-
বাক্য উদাহরণ: রাগে গা রি রি করছে।
২. বাগধারা
বাগধারা | অর্থ |
---|---|
অন্ধকার দেখা | দিশেহারা হয়ে পড়া |
কেউকেটা | সামান্য |
অকূল পাথার | ভীষণ বিপদ |
আদায় কাঁচকলায় | শত্রুতা |
উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 4 days ago
‘ইদুর কপালে’ বাগধারাটি কোন অৰ্থে ব্যবহৃত হয়?
Created: 1 day ago
A
মন্দ বাক্য
B
হাস্যকর চেহারা
C
ইদুরাকৃতি কপাল
D
মন্দ ভাগ্য
ইঁদুর কপালে একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - হতভাগ্য বা নিতান্ত মন্দ ভাগ্য। যেমন: আমার মতো ইঁদুর কপালে লোকের দাম এক কানাকড়িও না।

0
Updated: 1 day ago