A
কুল কাঠের আগুন
B
তুষের আগুন
C
কলির সন্ধ্যা
D
রাবনের চিতা
উত্তরের বিবরণ
কুল কাঠের আগুন - তীব্র জালা
তুষের আগুন - দীর্ঘ ও দুঃসহ যন্ত্রণা
কলির সন্ধ্যা - দুঃখের সুচনা
রাবণের চিতা - চির অশান্তি

0
Updated: 1 day ago
'হাড়হদ্দ' বাগ্ধারার অর্থ কী?
Created: 3 days ago
A
ভরপুর
B
সবকিছু
C
সর্বস্বান্ত হওয়া
D
গভীরভাবে
হাড়হদ্দ অর্থ: সবকিছু।
বাক্য: তোমার হাড়হদ্দ সবই আমার জানা আছে।-
হাড়ে হাড়ে অর্থ: গভীরভাবে।
-
পথে বসা অর্থ: সর্বস্বান্ত হওয়া।
-
টইটম্বুর অর্থ: ভরপুর।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 3 days ago
‘ফপর দালালি’– এ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
Created: 1 day ago
A
ঠোঁট কাটা
B
গায়ে পড়ে মাতব্বরী
C
কাণ্ডজ্ঞানহীন
D
ধনের অহংকার
ফপর দালালি - গায়ে পড়ে মাতব্বরি বা অতিরিক্ত চালবাজি।
উদাহরণ : সবখানে ফপর দালালি চলে না, জায়গা বুঝে কাজ করতে হয়।

0
Updated: 1 day ago
'ঢাকের কাঠি' বাগধারার অর্থ কি?
Created: 2 weeks ago
A
কপট ব্যক্তি
B
ঘনিষ্ঠ সম্পর্ক
C
হতভাগ্য
D
মোসাহেব
• ‘ঢাকের কাঠি’ বাগ্ধারার অর্থ - মোসাহেব বা তোষামুদে।
অন্যদিকে
• 'বর্ণচোরা আম' বাগ্ধারার অর্থ - কপট ব্যক্তি।
• 'দহরম মহরম' বাগ্ধারার অর্থ - ঘনিষ্ঠ সম্পর্ক।
• 'ইঁদুর কপালে/ আট কপালে' বাগ্ধারার অর্থ - হতভাগ্য।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 weeks ago