পর্বত শব্দের সমার্থক নয় কোনটি?
A
অচল
B
উপল
C
ভূধর
D
অন্দ্রি
উত্তরের বিবরণ
পর্বত শব্দের প্রতিশব্দ - অচল, অদ্রি, ভূ - ধর, শৈল, গিরি, চূরা, নগ, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধর, মহীন্দ্র ইত্যাদি। উপল শব্দের প্রতিশব্দ - পাথর, প্রস্তর, শিলা, শিল, পাষাণ, অশ্ম, কাঁকর, কঙ্গর।

0
Updated: 1 month ago
‘পানি’ শব্দের প্রতিশব্দ কোনটি?
Created: 2 months ago
A
বারিধি
B
নলিনী
C
অপ
D
পয়ঃ
পানি শব্দের প্রতিশব্দ: জল, সলিল, নীর, পয়ঃ, বারি, অপ, উদক, জীবন, অম্বু, অম্ভঃ ইত্যাদি। ‘বারিধি’ শব্দের সমার্থক শব্দ ‘সাগর’। ‘নলিনী’ শব্দের সমার্থক শব্দ পদ্মফুল।

0
Updated: 2 months ago
'সূর্য'-এর প্রতিশব্দ-
Created: 5 months ago
A
সুধাংশু
B
শশাঙ্ক
C
বিধু
D
আদিত্য
• 'সূর্য' এর প্রতিশব্দ - আদিত্য।
• 'সূর্য' এর অন্যান্য প্রতিশব্দ:
রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, দিনপতি ইত্যাদি।
অন্যদিকে,
• 'চাঁদ' এর প্রতিশব্দ: সুধাংশু, শশাঙ্ক, বিধু।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 5 months ago
সমার্থক অর্থ প্রকাশ করে কোন শব্দজোড়টি?
Created: 3 weeks ago
A
স্রবণ - স্রুতি
B
শোনা - স্রুতি
C
স্রবণ - শ্রুতি
D
সোনা - শ্রবণ
সমার্থক অর্থ প্রকাশকারী একটি শব্দজোড় হলো 'স্রবণ - স্রুতি', যেখানে উভয়েরই অর্থ ক্ষরণ। এ ধরনের আরও কিছু শব্দজোড় রয়েছে, যেগুলো আকারে কাছাকাছি হলেও অর্থে ভিন্ন।
-
শোনা: শ্রবণ করা
-
সোনা: স্বর্ণ
-
শ্রবণ: কর্ণ, শোনা
-
স্রবণ: ক্ষরণ
-
স্রুতি: ক্ষরণ
-
শ্রুতি: শ্রবণ
উৎস:

0
Updated: 3 weeks ago