A
ড্যাশ
B
হাইফেন
C
কোলন
D
কোলন ড্যাশ
উত্তরের বিবরণ
দু'টি পদের সংযোগস্থলে ড্যাশ বসে।
কোলন (:): একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের অবতারণা করতে কোলন ব্যবহৃত হয়। বর্তমানে উদাহারণ বোঝাতেও কোলন বহুল ব্যবহৃত। ড্যাস (—): যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে ড্যাস বসে। কোলন ড্যাস (: -):
উদাহারণ বোঝাতে আগে কোলন ড্যাস ব্যবহৃত হত। বর্তমানে উদাহারণ বোঝাতে শুধু কোলন বহুল ব্যবহৃত। হাইফেন বা সংযোগ চিহ্ন (-): সমাসবদ্ধ পদগুলোকে আলাদা করে দেখানোর জন্য এটি ব্যবহৃত হয়।

0
Updated: 1 day ago
মুক্তিযুদ্ধভিত্তিক "নিষিদ্ধ লোবান" উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের নাম কী?
Created: 4 days ago
A
ওঙ্কার
B
যাত্রা
C
গেরিলা
D
কুল নাই কিনারা নাই
বাংলা
আলোচিত গেরিলা ও রাজনৈতিক দল
বাংলা ব্যকরণ
বাংলা ভাষা (ব্যাকরণ)
বিভিন্ন গেরিলা ও রাজনৈতিক দল
No subjects available.
‘নিষিদ্ধ লোবান’ উপন্যাস
-
লেখক: সৈয়দ শামসুল হক
-
প্রকাশকাল: ১৯৮১
-
বিষয়বস্তু: মুক্তিযুদ্ধভিত্তিক, পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নারী নির্যাতন, লিবিডো ক্রিয়া, লালসা ও রিরংসাবৃত্তি।
-
চলচ্চিত্রে রূপান্তর: ‘গেরিলা’ সিনেমা নির্মিত হয়েছে এই উপন্যাস অবলম্বনে।
কাহিনি সংক্ষেপ
-
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বিলকিস, যিনি মুক্তিযুদ্ধের শুরুতে তার পিতামাতা, ভাইবোন ও আত্মীয়স্বজন হারায়।
-
তার স্বামী নিখোঁজ হয়ে যায়।
-
ঘটনার সূত্র ধরে পরিচয় হয় প্রদীপকুমার/সিরাজের সঙ্গে।
-
পাকিস্তানি সৈন্যরা নিহত মুক্তিযোদ্ধাদের লাশ দাফনের নিষেধাজ্ঞা জারি করে।
-
বিলকিস ও তার সহযোগীরা রাতের অন্ধকারে লাশগুলো দাফন করতে গেলে পাকিস্তানি মিলিটারির হাতে ধরা পড়ে।
-
এর পরও বিলকিস প্রতিবাদে অবিচল থাকে, যা তার দৃঢ় চরিত্র এবং স্বাধীনচেতা মনোভাবের প্রকাশ।
উৎস: ‘নিষিদ্ধ লোবান’, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া

0
Updated: 4 days ago
‘কিয়ৎক্ষন’ শব্দের সঠিক চলিতরূপ কোনটি?
Created: 5 days ago
A
কিছুক্ষণ
B
কিছু সময়ে
C
কয়েকক্ষণে
D
কয়েক মুহুর্তে
‘কিয়ৎ’ শব্দের অর্থ কিছু এবং ‘ক্ষণ’ মানে অল্প সময়।
তাহলে কিয়ৎক্ষণ = কিছু সময় / অল্প সময়।
বাংলা চলিত রূপে একে কিছুক্ষণ বলা হয়।
অন্য বিকল্পগুলো –
-
কিছু সময়ে → আলাদা রূপ, ‘ক্ষণ’-এর সমার্থক নয়।
-
কয়েকক্ষণে → কিছুটা কাছাকাছি হলেও প্রমিত চলিত রূপ নয়।
-
কয়েক মুহূর্তে → এটি কিয়ৎক্ষণের চলিত রূপ নয়, কেবল প্রায় সমার্থক।
তাই সঠিক উত্তর: ক) কিছুক্ষণ

0
Updated: 5 days ago
অনুবাদ কত প্রকার?
Created: 2 weeks ago
A
২ প্রকার
B
৩ প্রকার
C
৪ প্রকার
D
৫ প্রকার
অনুবাদ ২ প্রকার। যেমন - আক্ষরিক অনুবাদ আর ভাবানুবাদ।

0
Updated: 2 weeks ago