সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
A
সংস্কৃত
B
আরবি
C
ফারসি
D
ইংরেজি
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় সমাসের ব্যবহার সংস্কৃত ব্যাকরণের প্রভাবেই এসেছে। সমাস প্রাচীন সংস্কৃত ব্যাকরণে পাণিনির "অষ্টাধ্যায়ী" গ্রন্থে বিশেষভাবে আলোচিত হয়েছে।

0
Updated: 1 month ago
কোন বানানটি শুদ্ধ নয়?
Created: 1 week ago
A
চিকীর্ষা
B
চকুস্মান
C
মুমূর্ষু
D
রুক্ষ
প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী, তৎসম শব্দে ‘ক’ ও ‘র’-এর পরে সাধারণত দন্ত্য ‘স’ নয়, বরং মূর্ধন্য ‘ষ’ ব্যবহৃত হয়। এ নিয়ম অনুসারে বানান নির্ধারণ করলে শব্দের ধ্বনি ও রূপ দুটিই প্রমিত থাকে।
উদাহরণ:
‘ক’-এর পরে: চক্ষু (ক্ষ = ক্ + ষ), চক্ষুষ্মান, রুক্ষ, ভিক্ষা, ভিক্ষুক।
‘র’-এর পরে: মুমূর্ষু, চিকীর্ষা।
সুতরাং, ‘চকুস্মান’ অশুদ্ধ, এর শুদ্ধ প্রমিত রূপ হলো ‘চক্ষুষ্মান’।

0
Updated: 1 week ago
প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ –
Created: 2 months ago
A
মূর্খদের ভাষা
B
পণ্ডিতদের ভাষা
C
জনগণের ভাষা
D
লেখকদের ভাষা
প্রাকৃত মধ্যভারতীয় আর্যভাষা। প্রাচীন ভারতীয় আর্যভাষা বৈদিক বা সংস্কৃত থেকে এর উৎপত্তি বলে মনে করা হয়। সংস্কৃত ভাষার যে রূপটি ছিল সাধারণ মানুষের মুখের ভাষা, তা এক সময় শিথিল ও সরল হয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আঞ্চলিক রূপ ধারণ করে।
কালক্রমে এগুলিকেই বলা হয় প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষার নামকরণ প্রসঙ্গে কেউ কেউ বলেন যে, এর প্রকৃতি বা মূল হচ্ছে ‘সংস্কৃত’, তাই প্রকৃতি থেকে উদ্ভূত বলে এর নাম হয়েছে প্রাকৃত। আবার কেউ কেউ বলেন, ‘প্রকৃতি’ অর্থ সাধারণ জনগণ এবং তাদের ব্যবহূত ভাষাই প্রাকৃত ভাষা, অর্থাৎ প্রাকৃত জনের ভাষা প্রাকৃত ভাষা।

0
Updated: 2 months ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 3 weeks ago
A
প্রনয়নী
B
প্রণয়নী
C
প্রণয়িনী
D
প্রণয়নি
• শুদ্ধ বানান - প্রণয়িনী।
- এটি প্রণয়ী এর স্ত্রীবাচক শব্দ।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 3 weeks ago