শুদ্ধ বানান কোনটি?
A
দৈন্যতা
B
দীন্যতা
C
দীনতা
D
দিনতা
উত্তরের বিবরণ
সঠিক বানান হল - - দীনতা।
অপশনে অন্য বানান গুলো সঠিক নয়। উত্তর - দীনতা।

0
Updated: 1 month ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 4 weeks ago
A
শমীচিন
B
সমীচীন
C
সমিচীন
D
শমীচীন
সমীচীন শব্দটি এসেছে সংস্কৃত সম্যক্ + ঈচীন থেকে, যার অর্থ যথোপযুক্ত, উপযুক্ত, মানানসই, শোভন।
অন্যান্য বিকল্প (শমীচিন, সমিচীন, শমীচীন) শুদ্ধ রূপ নয়।বাংলা একাডেমি প্রমিত বাংলা বানান অনুসারে সঠিক রূপটি সমীচীন।

0
Updated: 4 weeks ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
ন্যুনতম
B
নূন্যতম
C
ন্যূনতম
D
নুন্যতম
বাংলা শব্দ “নূন্যতম” মানে “সর্বনিম্ন” বা “অল্পতম”।
-
এখানে মূল ধ্বনি হলো নূন (যার অর্থ “কম”)।
-
তাই বানান “নূন্যতম” হবে শুদ্ধ।
অন্যগুলো ভুল কারণ:
-
ন্যুনতম → অকারণ “ন্যু” ধ্বনি ব্যবহার করা হয়েছে।
-
ন্যূনতম → অকারণ “ন্যূ” ধ্বনি ভুল।
-
নুন্যতম → ভুল ধ্বনি ও স্বরবর্ণ ব্যবহৃত।

0
Updated: 1 month ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 1 month ago
A
ব্যূৎপত্তি
B
ভৌগলিক
C
মূর্ধন্য
D
প্রোজ্বলিত
• শুদ্ধ বানান - মূর্ধন্য।
অন্যদিকে,
ব্যূৎপত্তি শব্দের শুদ্ধ রূপ - ব্যুৎপত্তি।
ভৌগলিক শব্দের শুদ্ধ বানান - ভৌগোলিক।
প্রোজ্বলিত এর শুদ্ধ বানান - প্রজ্বলিত।

0
Updated: 1 month ago