A
তিনি সস্ত্রীক বেড়াতে গেছেন
B
বিদ্যান মূর্ব অপেক্ষা শ্ৰেয়
C
আমার আর বঁচিবার স্বাদ নাই
D
কোন বাক্যই শুদ্ধ নয়।
উত্তরের বিবরণ
প্রদত্ত প্রশ্নের বাক্যগুলোর কোনো বাক্যই শুদ্ধ নয়।
তিনি স্বস্ত্রীক বেড়াতে গেছেন। বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেয়। আমার আর বাঁচিবার স্বাদ নাই। বাক্যগুলোতে বচন ব্যবহারের ভুল রয়েছে।

0
Updated: 1 day ago
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
Created: 2 days ago
A
সূর্য উদয় হয়েছে?
B
তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি।
C
যুক্তি খণ্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি
D
বিধি লঙ্ঘন হয়েছে
যুক্তি খন্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি - বাক্যটির সঠিক।
সূর্য উদয় হয়েছে? তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি বিধি লঙ্গন হয়েছে উক্ত বাক্যগুলো ব্যাকরণগত ভুল রয়েছে।

0
Updated: 2 days ago
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
Created: 1 month ago
A
কারো ফাগুন মাস, কারো সর্বনাশ
B
সে প্রাণিবিদ্যায় দুর্বল
C
আগত শনিবার কলেজ বন্ধ থাকবে
D
বিধি লঙ্ঘিত হয়েছে
বিধি লঙ্ঘিত হয়েছে - বাক্যটি শুদ্ধ। কারো ফাগুন মাস, কারো সর্বনাশ, সে প্রাণিবিদ্যায় দুর্বল, আগত শনিবার কলেজ বন্ধ থাকবে। উক্ত বাক্য গুলোতে ব্যাকরণগত ভুল রয়েছে।

0
Updated: 1 month ago
কোনটি শুদ্ধ?
Created: 1 week ago
A
হ্ + ঋ = হ্র
B
হ্ + র = হ্র
C
হ্ + স = হ্র
D
হ্ + য = হ্র
• শুদ্ধ যুক্তবর্ণের গঠন:
-
হ্ + র = হ্র
• গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
-
হ্ + ঋ = হৃ
-
হ্ + ম = হ্ম
-
হ্ + উ = হু
-
হ্ + ণ = হ্ণ
-
হ্ + ন = হ্ন

0
Updated: 1 week ago