A
রদনী
B
কলাত্র
C
নদীকান্ত
D
আপ্লব
উত্তরের বিবরণ
সমুদ্র শব্দের সমাৰ্থক/প্রতিশব্দ - সাগর, মহাসমুদ্র, উদধি, অম্বুধি, অর্ণব, নদীকান্ত, জলধি, জলধর, জলাধিপতি, জলনিধি, সায়র, পারাবার, পয়োধি, ঊর্মিমালী, অম্ভোধি ইত্যাদি।

0
Updated: 1 day ago
'সাপ' শব্দের সমার্থক শব্দ -
Created: 2 weeks ago
A
কলাপী
B
বর্হিণ
C
মৃগরাজ
D
কোনোটিই নয়
‘সাপ’ শব্দের সমার্থক:
-
সর্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ
‘সিংহ’ শব্দের সমার্থক:
-
কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, মৃগরাজ
‘ময়ূর’ শব্দের সমার্থক:
-
কলাপী, কেকী, শিখী, শিখণ্ডী, বর্হী, বর্হিণ
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
সঠিক উত্তর: কোনোটিই নয়।

0
Updated: 2 weeks ago
‘জলাশয়’ শব্দের সমার্থক শব্দ হচ্ছে-
Created: 6 days ago
A
সরোবর
B
জলধর
C
অম্বু
D
সলিল
জলধর - মেঘ, নিরদ, অম্বু - আকাশ, অন্তরীক্ষ, সলিল - বারি, পানি, জল, জলাশয় - সরোবর, জলকুণ্ড।

0
Updated: 6 days ago
কোনটি 'অগ্নি'-র সমার্থক শব্দ নয়?
Created: 1 month ago
A
পাবক
B
বৈশ্বানর
C
সর্বশুচি
D
প্রজ্বলিত
'অগ্নি'-র সমার্থক শব্দ নয়- প্রজ্বলিত।
'প্রজ্বলিত' শব্দের অর্থ: জ্বলছে এমন, প্রদীপ্ত।
অন্যদিকে,
• ‘অগ্নি’ শব্দের সমার্থক শব্দ:
অনল, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, জ্বলন, শিখাবৎ, শিখিন, বায়ুসখা, হুতভুক, বিশ্বপা, সর্বশুচি, হিমারাতি, বায়ুসখা, অনিলসখ, জগন্নু, সর্বভুক ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 1 month ago