‘ফপর দালালি’– এ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
A
ঠোঁট কাটা
B
গায়ে পড়ে মাতব্বরী
C
কাণ্ডজ্ঞানহীন
D
ধনের অহংকার
উত্তরের বিবরণ
ফপর দালালি - গায়ে পড়ে মাতব্বরি বা অতিরিক্ত চালবাজি।
উদাহরণ : সবখানে ফপর দালালি চলে না, জায়গা বুঝে কাজ করতে হয়।

0
Updated: 1 month ago
'হাতভারী' বাগ্ধারার অর্থ-
Created: 6 days ago
A
নিষ্ক্রিয় দর্শক
B
সাধু বেশে অসৎ লোক
C
গম্ভীর প্রকৃতি
D
ব্যয়কুণ্ঠ
• 'হাতভারী' বাগ্ধারার অর্থ - ব্যয়কুণ্ঠ।
অন্যদিকে,
• 'সাক্ষী গোপাল' অর্থ - নিষ্ক্রিয় দর্শক।
• 'রাশভারী' অর্থ - গম্ভীর প্রকৃতি।
• 'ভিজে বেড়াল' অর্থ - সাধু বেশে অসৎ লোক।

0
Updated: 5 days ago
‘গদাই লস্করি চাল’ বাগধারাটির অর্থ কী?
Created: 1 month ago
A
তুচ্ছ পদার্থ
B
আলসেমি
C
অন্ধ অনুকরণ
D
তুমুল কান্ড
‘গদাই লস্করি চাল' বাগধারাটির অর্থ - আলসেমি। ভরাডুবি' অর্থ সর্বনাশ। তাসের ঘর শব্দের অর্থ - ক্ষণস্থায়ী। ভিজা বিড়াল বাগধারাটির অর্থ কপটাচারী, অতি চালাক।

0
Updated: 1 month ago
‘গোবর গণেশ’- বাগধারাটির অর্থ কী?
Created: 2 months ago
A
অপদার্থ
B
নিরেট মূর্খ
C
অত্যন্ত অলস
D
অপটু
বাংলা বাগধারায় "গোবর" শব্দটি সাধারণত জড়বুদ্ধি বা মূর্খ বোঝাতে ব্যবহার করা হয়। আবার "গণেশ" হলেন বিদ্যার দেবতা। বিদ্যার দেবতার সঙ্গে "গোবর" শব্দটি যুক্ত করে বলা হয় এমন কাউকে, যিনি বিদ্যা-বুদ্ধি থেকে সম্পূর্ণ বঞ্চিত বা একেবারেই অজ্ঞ।
তাই "গোবর গণেশ" বাগধারাটি ব্যবহার করা হয় কাউকে অত্যন্ত মূর্খ, বোকার হদ্দ, বিদ্যাহীন মানুষ বোঝাতে।

0
Updated: 2 months ago