A
লাল
B
সবুজ
C
নীল
D
বেগুনী
উত্তরের বিবরণ
দৃশ্যমান আলোক তরঙ্গ
তাড়িতচৌম্বকীয় বর্ণালির একটি ক্ষুদ্র অংশ মানুষের চোখে দৃশ্যমান হয়, যেটিকে বলা হয় দৃশ্যমান আলোক তরঙ্গ। এই তরঙ্গগুলোর তরঙ্গ দৈর্ঘ্য সাধারণত ৪×১০⁻⁷ মিটার থেকে ৭×১০⁻⁷ মিটার পর্যন্ত বিস্তৃত।
এই সীমার মধ্যে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিভিন্ন রঙ হিসেবে দৃশ্যমান হয়। সাধারণত এই আলোক তরঙ্গগুলো সাতটি প্রধান রঙে বিভক্ত—আসমানি, নীল, সবুজ, হলুদ, কমলা, বেগুনী এবং লাল।
এর মধ্যে লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক, আর বেগুনী রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম।
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 months ago