কোন বাগধারাটির অর্থ চির অশান্তি?
A
কুল কাঠের আগুন
B
তুষের আগুন
C
কলির সন্ধ্যা
D
রাবনের চিতা
উত্তরের বিবরণ
কুল কাঠের আগুন - তীব্র জালা
তুষের আগুন - দীর্ঘ ও দুঃসহ যন্ত্রণা
কলির সন্ধ্যা - দুঃখের সুচনা
রাবণের চিতা - চির অশান্তি

0
Updated: 1 month ago
বাগ্ধারা নির্ণয় করুন: 'গোঁফ খেজুরে'
Created: 1 week ago
A
বিশৃঙ্খল
B
বেহায়া
C
অত্যন্ত গরিব
D
খুব অলস
‘গোঁফ খেজুরে’ বাগ্ধারার অর্থ হলো খুব অলস বা কর্মবিমুখ ব্যক্তি। এই বাগ্ধারাটি এমন মানুষকে বোঝাতে ব্যবহৃত হয়, যারা কোনো কাজ করতে অনীহা প্রকাশ করে বা সময় অপচয় করে।
অন্যদিকে:
-
চশমখোর অর্থ বেহায়া বা নির্লজ্জ ব্যক্তি।
-
ছা-পোষা অর্থ অত্যন্ত গরিব বা দরিদ্র অবস্থা সম্পন্ন ব্যক্তি।
-
জগাখিচুড়ি অর্থ বিশৃঙ্খল বা এলোমেলো অবস্থা।

0
Updated: 1 week ago
নিচের কোনটি "গাছে তুলে মই কাড়া" বাগধারাটির অর্থ প্রকাশ করে?
Created: 2 weeks ago
A
ধরি মাছ না ছুঁই পানি
B
আশা দিয়ে নিরাশ করা
C
আকাশ থেকে পড়া
D
আকাশে তোলা
‘গাছে তুলে মই কাড়া’ বাগধারার অর্থ হলো আশা দিয়ে নিরাশ করা বা সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে সাহায্য না করা।
-
‘ধরি মাছ না ছুঁই পানি’ প্রবাদ-প্রবচনের অর্থ: কৌশলে কার্য সম্পাদন করা
-
‘আকাশ থেকে পড়া’ বাগধারা: না জানার ভান করা
-
‘আকাশে তোলা’ বাগধারা: মাত্রাতিরিক্ত প্রশংসা করা

0
Updated: 2 weeks ago
'ঢাকের কাঠি' বাগধারার অর্থ
Created: 3 months ago
A
সাহায্যকারী
B
তোষামুদে
C
বাদক
D
স্বাস্থ্যহীন লোক
• 'ঢাকের কাঠি' – এই বাগ্ধারাটি সাধারণত চাটুকার বা তোষামুদে ব্যক্তিদের বোঝাতে ব্যবহৃত হয়।
বাক্য: ঢাকের কাঠির মতো লোকদের কথায় অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো বুদ্ধিমানের কাজ নয়।
• 'ঢাকের বাঁয়া' – এ শব্দবন্ধটি অকেজো বা নিরর্থক কিছু বোঝাতে ব্যবহৃত হয়।
বাক্য: দায়িত্ব ভাগ করে দেওয়া হলেও লাভ কী, মামুন তো ঢাকের বাঁয়া—কোনো কাজে লাগে না।
• 'ঢেঁকির কুমির' – এই বাগ্ধারাটি বোঝায় এমন লোকদের, যারা একেবারেই অযোগ্য বা নিরুদ্যম।
বাক্য: যারা ঢেঁকির কুমির, তারা চেষ্টা না করেই ব্যর্থতায় ডুবে থাকে।
• 'ঢাক পেটানো' – এর মাধ্যমে কোনো কিছুর ব্যাপক প্রচার বা প্রকাশ বোঝানো হয়।
বাক্য: মেয়েটির বয়স সতেরো—তা নিয়ে ঢাক পেটানোর মতো কিছু নেই।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি — ড. হায়াৎ মামুদ।

0
Updated: 3 months ago