A
সাধুরীতি
B
কথ্যরীতি
C
লেখ্যরীতি
D
চলিত রীতি
উত্তরের বিবরণ
বাংলা ভাষার প্রধানত দুটি রীতি আছে— সাধু রীতি ও চলিত রীতি।
-
সাধু রীতি → নির্দিষ্ট ব্যাকরণ, ধ্রুপদী রূপে বাঁধা। এটি পরিবর্তনশীল নয়।
-
কথ্য রীতি → মুখের ভাষা, তবে এর মূল কাঠামোতে খুব বেশি পরিবর্তন আসে না।
-
লেখ্য রীতি → সাধারণভাবে লিখিত ভাষার ধরন, এটি স্থায়ীভাবে ব্যাকরণ ও গঠনের ওপর নির্ভরশীল।
-
চলিত রীতি → সময় ও সমাজের প্রভাবে পরিবর্তনশীল। এর ব্যবহার মানুষ ও যুগভেদে বদলায়। আধুনিক বাংলা সাহিত্যে ও দৈনন্দিন জীবনে এটি বেশি প্রচলিত এবং পরিবর্তনশীল রূপ।
তাই চলিত রীতি হলো পরিবর্তনশীল ভাষার রীতি।

0
Updated: 1 day ago
জুতো শব্দটি কোন ভাষারীতির?
Created: 6 days ago
A
সাধু
B
চলিত
C
প্রাকৃত
D
কোল
বাংলা ভাষার প্রকারভেদ বা রীতিভেদের মধ্যে রয়েছে সাধু ও চলিতরীতি। যেমন - মস্তক> মাথা, জুতা> জুতো, তুলা> তুলো, শুকনা> বন্য> বুনো ইত্যাদি।

0
Updated: 6 days ago
'চৌ-হদ্দি' শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে?
Created: 1 month ago
A
বাংলা + ফারসি
B
সংস্কৃত + ফারসি
C
ফারসি + আরবি
D
সংস্কৃত + আরবি
• চৌহদ্দি
➤ মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ) অনুসারে - এটি ফারসি + আরবি ভাষার মিশ্রণে তৈরি মিশ্র শব্দ।
➤ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে - শব্দটি বাংলা + ফারসি ভাষার মিশ্রণে তৈরি মিশ্র শব্দ।
• চৌহদ্দি (বিশেষ্য),
- শব্দটি গঠিত হয়েছে (বাংলা “চৌ” + ফারসি “হদ্দি”) যোগে।
- যার অর্থ: চারদিকে সীমানা; চতুঃসীমা।
বি.দ্র. শব্দের উৎস মূলের ক্ষেত্রে বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানের তথ্য অধিক গ্রহনযোগ্য। সুতরাং চৌহদ্দি শব্দটি (বাংলা + ফারসি) ভাষার মিশ্রণে তৈরি মিশ্র শব্দ হিসেবে অধিক গ্রহণযোগ্য উত্তর।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago
পাউরুটি কোন ভাষার শব্দ?
Created: 1 month ago
A
পাঞ্জাবি
B
ফরাসি
C
গুজরাটি
D
পর্তুগিজ
কিছু পর্তুগিজ শব্দ: পাউরুটি, আনারস, আলপিন, আলকাতরা, আলমারি, আয়া, ইংরেজ, গামলা, চাবি, জানালা, বালতি, বোতাম, মাস্তুল, সাবান।

0
Updated: 1 month ago