ব্যাখ্যার মাধ্যমে ভাবকে সহজ করে তোলার নামই হচ্ছে,
A
সারাংশ
B
অনুবাদ
C
ভাবসম্প্রসারণ
D
বাগধারা
উত্তরের বিবরণ
প্রতিটি ভাষায়ই এমন কিছু বাক্য রয়েছে যেগুলোতে লুকিয়ে আছে গভীর ভাব। কবি, সাহিত্যিক, মনীষীদের রচনা কিংবা হাজার বছর ধরে প্রচলিত প্রবাদ প্রবচনে নিহিত থাকে জীবনসত্য। এ ধরনের গভীর ভাব ব্যাখ্যার মাধ্যমে ভাবকে সহজভাবে বুঝিয়ে দেওয়াকে বলে ভাবসম্প্রসারণ।

0
Updated: 1 month ago
'আত্মাকে অধিকার করে' এর এক কথায় প্রকাশ -
Created: 2 weeks ago
A
আচারনিষ্ঠ
B
আত্মভোলা
C
আস্তাবল
D
অধ্যাত্ম
‘আত্মাকে অধিকার করে’ এর এক কথায় প্রকাশ হলো অধ্যাত্ম। এই শব্দ দ্বারা বোঝানো হয় যে ব্যক্তি বা বিষয় নিজের আত্মসংযম বা আত্মজ্ঞান দ্বারা প্রভাবিত বা নিয়ন্ত্রিত।
অন্যদিকে—
-
অশ্ব রাখার স্থান — আস্তাবল
-
আপনাকে ভুলে থাকে যে — আত্মভোলা
-
আচারে নিষ্ঠা আছে যার — আচারনিষ্ঠ

0
Updated: 2 weeks ago
স্বরান্ত অক্ষরকে কী বলে?
Created: 2 weeks ago
A
একাক্ষর
B
মুক্তাক্ষর
C
বদ্ধাক্ষর
D
যুক্তাক্ষর
অক্ষর (Syllable) হলো বাগযন্ত্রের ক্ষুদ্রতম ধ্বনি বা শব্দাংশ, যা এক বা একাধিক বর্ণ নিয়ে গঠিত। এটি মূলত দুই ধরনের: মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর।
-
মুক্তাক্ষর:
-
যখন একটি অক্ষরে কেবল একটি বর্ণ থাকে, তখন তাকে মুক্তাক্ষর বলে।
-
অযুগ্ন বা মুক্ত স্বরান্ত ধ্বনিকে মুক্তাক্ষর বলা হয়। একে স্বরান্ত অক্ষরও বলা হয়।
-
যেমন: ‘ভালোবাসো যদি বলিবে না কেন?’ এখানে (ভা) (লো) (বা) (সো) (য) (দি) (ব) (লি) (বে) (না) (কে) (ন) এই সবগুলো (১২টি) মুক্তাক্ষর।
-
মুক্তাক্ষর সাধারণত U চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়।
-
মুক্তাক্ষর উচ্চারণের শেষে মুখ খোলা থাকে, ফলে অক্ষরকে প্রয়োজনমতো দীর্ঘ করা যায়।
-
যেমন: অপরিচিত।
-
-
বদ্ধাক্ষর:
-
ব্যঞ্জনধ্বনি বা অর্ধস্বরধ্বনির মাধ্যমে যে অক্ষরের সমাপ্তি ঘটে, তাকে বদ্ধাক্ষর বলা হয়।
-
বদ্ধ অর্থাৎ যুগ্মাস্বরান্ত বা ব্যঞ্জনান্ত ধ্বনিকে বদ্ধাক্ষর বলে।
-
যেমন: ‘সোম বার দিনরাত হরতাল’। এখানে (সোম্) (বার্) (দিন্) (রাত) (হর্) (তাল্) এই সবগুলো (৬টি) বদ্ধাক্ষর।
-
বদ্ধাক্ষর সাধারণত – চিহ্ন দিয়ে বোঝানো হয়।
-

0
Updated: 2 weeks ago
'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন' প্রবাদের অর্থ কী?
Created: 3 weeks ago
A
লক্ষ্য অর্জনে প্রাণপণ চেষ্টা
B
সামান্য লাভের জন্যে অসম্মানের ভাগি হওয়া
C
শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছেড়ে না দেয়া
D
প্রত্যেকের যোগ্যতা সীমাবদ্ধ
'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন' প্রবাদের অর্থ হলো লক্ষ্য অর্জনে প্রাণপণ চেষ্টা। এর পাশাপাশি আরও কিছু প্রবাদ রয়েছে যেগুলোর অর্থ ভিন্ন ভিন্ন।
-
মাছি মেরে হাত কালো করা: সামান্য লাভের জন্যে অসম্মানের ভাগি হওয়া
-
যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ: শেষ মুহূর্ত পর্যন্ত হাল না ছাড়া
-
মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত: প্রত্যেকের যোগ্যতা সীমাবদ্ধ
উৎস:

0
Updated: 3 weeks ago