‘মনমাঝি’- এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
A
মন ও মাঝি।
B
মন মাঝির ন্যায়
C
মনরূপ মাঝি
D
মন যে মাঝি
উত্তরের বিবরণ
উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রূপক কর্মধারয় সমাস হয়। এ সমাসে উপমেয় পদ পূর্বে বসে ও উপমান পদ পরে বসে এবং সমস্যমান পদে 'রূপ' অথবা 'ই' যোগ করে ব্যাসবাক্য গঠন করা হয়। যেমন: ক্রোধ রূপ অনল = ক্রোধানল, বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু, মন রূপ মাঝি = মনমাঝি।

0
Updated: 1 month ago
বিপরীতার্থে ‘পরা’ উপসর্গ যুক্ত শব্দ কোনটি?
Created: 1 month ago
A
পরাকাষ্ঠা
B
পরাক্লান্ত
C
পরায়ণ
D
পরাভব
বিপরীত অর্থে 'পরা' উপসর্গ ব্যবহৃত হয়েছে - পরাজয়, পরাভব৷ আতিশয্য অর্থে 'পরা' উপসর্গ ব্যবহৃত হয়েছে - পরাকাষ্ঠ, পরায়ণ, পরাক্রান্ত৷

0
Updated: 1 month ago
"লাফ > ফাল" কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
Created: 1 month ago
A
ব্যঞ্জন বিকৃতি
B
ধ্বনি বিপর্যয়
C
অন্তর্হতি
D
অভিশ্রুতি
ধ্বনি বিপর্যয়
সংজ্ঞা:
কোনো শব্দের ভেতরে দুটি ব্যঞ্জনের স্থান-বদল ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলা হয়। অর্থাৎ শব্দে ধ্বনির ক্রমে পরিবর্তন হয়ে যায়।
উদাহরণসমূহ
-
পিশাচ → পিচাশ
-
লাফ → ফাল
-
বাক্স → বাস্ক
-
রিক্সা → রিস্কা
অর্থাৎ, ধ্বনি বিপর্যয়ে শব্দের ধ্বনি বিন্যাসে বর্ণগুলোর স্থান অদল-বদল হয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 1 month ago
'শান্তি' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
Created: 3 weeks ago
A
√শাম্+ক্তি
B
√শম্+ক্তি
C
√শ্রু+ক্তি
D
√শ্যাম্+ক্তি
বাংলা ভাষায় কৃৎ-প্রত্যয় বিশেষভাবে শব্দ গঠনে ব্যবহৃত হয়, যা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ সৃষ্টি করে। বিশেষভাবে ক্তি-প্রত্যয়ের কিছু নিয়ম আছে যা ধাতুর পরিবর্তন বা উপধার বৃদ্ধি ঘটায়। নিচে বিস্তারিতভাবে ব্যাখ্যা দেওয়া হলো।
-
উদাহরণ: √শম্ + ক্তি = শান্তি
-
বিশেষ নিয়মে সাধিত কৃৎ-প্রত্যয়
-
ক্তি-প্রত্যয় যোগ করলে কোনো কোনো ধাতুর অন্ত ব্যঞ্জন লোপ পায়।
-
উদাহরণ:
-
√মন্ + ক্তি = মতি
-
√রম্ + ক্তি = রতি
-
-
-
কোনো কোনো ধাতুর উপধা অ-কারের বৃদ্ধি হয়, অর্থাৎ আ-কার যুক্ত হয়।
-
উদাহরণ:
-
√শ্রম্ + ক্তি = শ্রান্তি (সন্ধিসূত্রে ম > ন হয়)
-
√শম্ + ক্তি = শান্তি
-
-
-
-
নিপাতনে সিদ্ধ ধাতু
-
√গৈ + ক্তি = গীতি
-
√সিধ + ক্তি = সিদ্ধি
-
√বুধ + ক্তি = বুদ্ধি
-
√শিক্ + ক্তি = শক্তি
-
উৎস:

0
Updated: 3 weeks ago