লেখার সময় বিশ্বামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলে?
A
বিশ্রাম চিহ্ন
B
বিরাম চিহ্ন
C
বিভাজন চিহ্ন
D
সাংস্কৃতিক চিহ্ন
উত্তরের বিবরণ
লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে বিরাম চিহ্ন বলে। বিরামচিহ্ন বা ছেদচিহ্ন হল সেইসব সাংকেতিক চিহ্ন যেগুলো লেখ্যমাধ্যমে ব্যবহার করে বাক্যের বিভিন্ন ভাব,
যেমন: জিজ্ঞাসা, বিস্ময়, সমাপ্তি ইত্যাদি সার্থকভাবে প্রকাশের মাধ্যমে বাক্যের অর্থ সুস্পষ্ট করা হয়। বাংলা ভাষায় ২০টির মতো যতিচিহ্ন রয়েছে। এদের মধ্যে বাক্যশেষে ব্যবহার্য যতিচিহ্ন ৪টি; বাক্যের ভিতরে ব্যবহার্য ১০টি এবং বাক্যের আগে পরে ব্যবহার্য ৬টি।

0
Updated: 1 month ago
হাইফেন কোথায় বসে?
Created: 1 month ago
A
দুই বাক্যের সংযোগ দেখাতে।
B
দুই শব্দের সংযোগ দেখাতে।
C
বাক্যে উদ্ধৃতি প্রয়োগ করতে।
D
উক্তি বা প্রত্যুক্তি বোঝাতে।
হাইফেন চিহ্ন দিয়ে পাশাপাশি দুই বা ততোধিক শব্দকে জোড়া লাগানো হয়। যেমন : উত্তর-পশ্চিম কোণে ঝড়ের কালো মেঘ দেখা যাচ্ছে। ২. সমাসবদ্ধ পদের সব সমস্যমান পদের অর্থ প্রাধান্য পেলে, তাদের মধ্যে হাইফেন বসে।

0
Updated: 1 month ago
একাধিক বাক্যের মধ্যে অর্থের নিকট-সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসবে?
Created: 2 weeks ago
A
সেমিকোলন
B
কোলন
C
হাইফেন
D
কমা
সেমিকোলন-চিহ্ন ( ; ) হলো বাক্যের মধ্যে ব্যবহৃত একটি বিশেষ চিহ্ন, যা একাধিক বাক্যের মধ্যে অর্থের ঘনিষ্ঠ সম্পর্ক প্রকাশ করতে ব্যবহৃত হয়। এটি ব্যবহার করা হয় যখন মনোভাব বা ভাব প্রকাশের জন্য একটি বাক্য শেষ করে পরবর্তী সম্পর্কিত বাক্য শুরু করতে কমার চেয়ে বেশি বিরাম প্রয়োজন হয়।
ব্যবহারের মূল দিকগুলো—
-
বাক্যান্তর্গত চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়।
-
একাধিক বাক্যের মধ্যে অর্থের নিকট-সম্বন্ধ থাকলে সেগুলিকে আলাদা করতে সেমিকোলন বসানো হয়।
-
কমার থেকে বেশি বিরাম দিতে চাইলে সেমিকোলন ব্যবহার করা হয়।
উদাহরণ:
-
কোন বইয়ের সমালোচনা করা সহজ; কিন্তু বই লেখা অত সহজ না।

0
Updated: 2 weeks ago
যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
কোলন
B
সেমিকোলন
C
ড্যাশ
D
হাইেফন
যৌগিক ও মিশ্র বাক্যে দুই বা তারচেয়েও বেশি পৃথক বাক্য লেখার সময় তাদের মধ্যে সমন্বয় সাধন করতে ড্যাস চিহ্ন ব্যবহার করা যায়। যেমন - তোমরা দরিদ্রের উপকার কর - এতে তোমাদের সম্মান যাবে না - বাড়বে।
কোলন : একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য লিখতে হলে কোলন ব্যবহার করতে হয়। যেমন - সভায় ঠিক করা হল : এক মাস পর আবার সভা অনুষ্ঠিত হবে।
সেমিকোলন (;) : কমার চেয়ে বেশি কিন্তু দাঁড়ির চেয়ে কম বিরতি দেয়ার জন্য সেমিকোলন ব্যবহৃত হয়। যেমন - আমরা সবাই সবাইকে ভালবাসি; আসলেই কি সবাই ভালবাসি?
হাইফেন বা সংযোগ চিহ্ন : সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহৃত হয়। অর্থাৎ, দুটি পদ একসঙ্গে লিখতে গেলে হাইফেন দিয়ে লিখতে হয়। যেমন - সুখ - দুঃখ, মা - বাবা।

0
Updated: 1 month ago