অম্বু শব্দের অর্থ কী?
A
সূর্য
B
আগুন
C
নদী
D
জল
উত্তরের বিবরণ
অম্বু শব্দের অর্থ - পানি, বারি, জল, সলিল, অপ, পয়ঃ, উদক, নীর, পুষ্কর ইত্যাদি।

0
Updated: 1 month ago
'মার্তণ্ড' শব্দের অর্থ কী?
Created: 3 weeks ago
A
পৃথিবী
B
পর্বত
C
সূর্য
D
স্বর্গ
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।
উৎস:

0
Updated: 3 weeks ago
‘শীকর’ শব্দের অর্থ—
Created: 2 months ago
A
রাজস্ব
B
মেনে নেওয়া
C
জলকণা
D
গাছের মূল
যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভা বর্ধন করে, কখনো একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ ঘটায়, তাকে অব্যয় পদ বলে। সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয় অব্যয় পদ।

0
Updated: 2 months ago
‘খেচর’ শব্দটির অর্থ কী?
Created: 1 month ago
A
খচ্চর ( ব্যাখ্যা দেখুন)
B
দুষ্ট প্রকৃতির লোক
C
চাকর
D
যে প্রাণী জলেও চরে স্থলেও চরে
'খেচর' শব্দের অর্থ আকাশে বিচরণকারী আকাশচারী। খচ্চর শব্দ দ্বারা বোঝায় ঘোড়া ও গাধার সম্মিলনে উৎপন্ন পশু, দুষ্ট, বদমায়েশ।

0
Updated: 1 month ago