A
বুদ্ধির ঢেকি
B
পোয়া বারো
C
ধর্মের ষাঁড়
D
রাহুর দশা
উত্তরের বিবরণ
ক) বুদ্ধির ঢেকি – যে কোনো কিছুতেই বুদ্ধি খাটায়, কিন্তু কাজের কাজ করে না।
খ) পোয়া বারো – খুবই সুখের সময়, চরম আনন্দ বা সুযোগপ্রাপ্তি।
গ) ধর্মের ষাঁড় – যে ধর্মের দোহাই দিয়ে অন্যায়ভাবে, স্বেচ্ছাচারীভাবে আচরণ করে।
ঘ) রাহুর দশা – দুঃসময়, অশুভ পরিস্থিতি।
সঠিক উত্তর: গ) ধর্মের ষাঁড়

0
Updated: 1 day ago
'রাবণের চিতা' বাগধারাটির অর্থ কী?
Created: 3 months ago
A
অনিষ্টে ইষ্ট লাভ
B
চির অশান্তি
C
অরাজক দেশ
D
সামান্য কিছু নিয়ে ঝগড়া বাধানো
• ‘রাবণের চিতা’ – অর্থ: চিরস্থায়ী অশান্তি।
বাক্য: একমাত্র ছেলের মৃত্যুর পর বুড়ির অন্তরে যেন রাবণের চিতা জ্বলছে।
• ‘মগের মল্লুক’ – অর্থ: সম্পূর্ণ অরাজক দেশ বা অবস্থা।
বাক্য: প্রশাসনের নজরদারির অভাবে এলাকাটা এখন মগের মল্লুকে পরিণত হয়েছে।
• ‘শাপে বর’ – অর্থ: অনিষ্ট থেকে উপকার লাভ।
বাক্য: চাকরি না পাওয়াটা শাপে বর হয়েছে, কারণ এখন সে নিজেই ব্যবসা শুরু করেছে।
• ‘ফটো পয়সার লড়াই’ – অর্থ: সামান্য কারণে বড় ঝগড়া।
বাক্য: দুই ভাইয়ের মধ্যে ফটো পয়সার লড়াই শুরু হলো সামান্য জমির জন্য।
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর
-
বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি)
-
প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি – ড. হায়াৎ মামুদ

0
Updated: 3 months ago
‘ঢাক ঢাক গুড় গুড়’ বাগধারাটির অর্থ কী?
Created: 1 month ago
A
ষড়যন্ত্র
B
সন্দেহজনক আচরণ
C
ঢাক জোরে বাজানো
D
লুকোচুরি
‘ঢাক ঢাক গুড় গুড়’ বাগধারাটি এমন পরিস্থিতিকে বোঝায়, যেখানে কেউ কিছু লুকানোর চেষ্টা করছে বা পুরো বিষয়টি গোপন রেখে ধোঁয়াশা তৈরি করছে।
এটি সাধারণত সেই ধরনের কাজ বা অবস্থাকে বোঝায়, যেখানে খোলাখুলি কিছু বলা বা করা হচ্ছে না, বরং গোপনে কিছু ঘটছে – যেন কিছু একটা চাপা দেওয়া হচ্ছে।
🔹 উদাহরণ:
"ওদের মধ্যে কিছু একটা চলছে, কিন্তু কেউ কিছু বলছে না—পুরো ব্যাপারটাই ঢাক ঢাক গুড় গুড়।"
অর্থাৎ, লুকোচুরি বা গোপনীয়তা বোঝাতে এই বাগধারাটি ব্যবহার করা হয়।

0
Updated: 1 month ago
যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয়-
Created: 1 month ago
A
দ্বন্দ্ব সমাস
B
অব্যয়ীভাব সমাস
C
কর্মধারয় সমাস
D
নিত্য সমাস
নিত্য সমাস
যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় না, তাকে নিত্য সমাস বলে।
যেমন:
- অন্য দেশ = দেশান্তর;
- ঈষৎ লাল = লালচে,
- অন্যকাল = কালান্তর ইত্যাদি,
- দুই এবং নব্বই = বিরানব্বই,
- কেমল দর্শন = দর্শনমাত্র।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 1 month ago