‘সমুদ্র’ শব্দের সমাৰ্থক শব্দ কোনটি?
A
রদনী
B
কলাত্র
C
নদীকান্ত
D
আপ্লব
উত্তরের বিবরণ
সমুদ্র শব্দের সমাৰ্থক/প্রতিশব্দ - সাগর, মহাসমুদ্র, উদধি, অম্বুধি, অর্ণব, নদীকান্ত, জলধি, জলধর, জলাধিপতি, জলনিধি, সায়র, পারাবার, পয়োধি, ঊর্মিমালী, অম্ভোধি ইত্যাদি।

0
Updated: 1 month ago
'আগুন' -এর সমার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
ভাতি
B
অনল
C
অংশ
D
জ্যোতি
‘আগুন’ এবং ‘কিরণ’ শব্দের সমার্থক শব্দ
১. ‘আগুন’ শব্দের সমার্থক:
আগুনকে বাংলা ভাষায় বিভিন্নভাবে প্রকাশ করা যায়। এর কিছু সমার্থক শব্দ হলো:
অগ্নি, অনল, বহ্নি, হুতাশন, পাবক, বৈশ্বানর, দহন, শিখা, হোমাগ্নি, কৃশানু, সর্বশুচি, সপ্তাংশু, বিভাবসু।
এই শব্দগুলো মূলত আগুনের বিভিন্ন রূপ বা বৈশিষ্ট্য বোঝায়। যেমন, শিখা মানে আগুনের জ্বলন্ত অংশ, দহন মানে পোড়ানো বা জ্বলানো প্রক্রিয়া।
২. ‘কিরণ’ শব্দের সমার্থক:
‘কিরণ’ অর্থ আলো বা দীপ্তি। এর সমার্থক শব্দগুলো হলো:
প্রভা, আলো, বিভা, দীপ্তি, অংশু, রশ্মি, জ্যোতি, আলোক, ময়ূখ, ভাতি, রশ্মী, নুর, উদ্ভাস।
এই শব্দগুলো সূর্য, আলো বা উজ্জ্বলতা প্রকাশে ব্যবহৃত হয়। যেমন, রশ্মি সূর্য থেকে ছড়িয়ে পড়া আলোকে বোঝায়, দীপ্তি মানে উজ্জ্বল দীপ বা আলোক।
উৎস:ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 month ago
জল' শব্দের সমার্থক নয় কোনটি?
Created: 1 month ago
A
সলিল
B
উদক
C
জলধি
D
নীর
‘পানি’ এবং ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ
১. ‘পানি’ শব্দের সমার্থক:
অম্বু, জল, নীর, সলিল, অপ, উদক, তোয়, জীবন ইত্যাদি।
অর্থাৎ, দৈনন্দিন ও সাহিত্যের প্রসঙ্গে ‘পানি’ শব্দের অর্থ বোঝাতে এই শব্দগুলো ব্যবহার করা যায়।
২. ‘সমুদ্র’ শব্দের সমার্থক:
জলধি, সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি।
এগুলো মূলত বৃহৎ জলাভূমি বা মহাসাগরের জন্য ব্যবহৃত হয়।
মোট কথা:
‘জল’ এবং ‘জলদি’ শব্দ এক নয়। ‘জল’ হলো সাধারণ পানি, আর ‘জলদি’ শব্দের সঙ্গে ‘সমুদ্র’ বা ‘মহাসাগর’ সম্পর্কিত নয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 month ago
‘জায়া’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 2 months ago
A
অর্ধাঙ্গিনী
B
কন্যা
C
নন্দিনী
D
ভাগনী
‘জায়া’ শব্দের সমার্থক শব্দ - স্ত্রী, সহধর্মিণী, ভগ্নী, বা কান্তা।

0
Updated: 2 months ago