ভাষার কোন রীতি পরিবর্তনশীল?
A
সাধুরীতি
B
কথ্যরীতি
C
লেখ্যরীতি
D
চলিত রীতি
উত্তরের বিবরণ
বাংলা ভাষার প্রধানত দুটি রীতি আছে— সাধু রীতি ও চলিত রীতি।
-
সাধু রীতি → নির্দিষ্ট ব্যাকরণ, ধ্রুপদী রূপে বাঁধা। এটি পরিবর্তনশীল নয়।
-
কথ্য রীতি → মুখের ভাষা, তবে এর মূল কাঠামোতে খুব বেশি পরিবর্তন আসে না।
-
লেখ্য রীতি → সাধারণভাবে লিখিত ভাষার ধরন, এটি স্থায়ীভাবে ব্যাকরণ ও গঠনের ওপর নির্ভরশীল।
-
চলিত রীতি → সময় ও সমাজের প্রভাবে পরিবর্তনশীল। এর ব্যবহার মানুষ ও যুগভেদে বদলায়। আধুনিক বাংলা সাহিত্যে ও দৈনন্দিন জীবনে এটি বেশি প্রচলিত এবং পরিবর্তনশীল রূপ।
তাই চলিত রীতি হলো পরিবর্তনশীল ভাষার রীতি।

0
Updated: 1 month ago
সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোনরূপে বিদ্যমান?
Created: 2 months ago
A
আঞ্চলিক
B
উপভাষা
C
লেখ্য
D
কথ্য
অধিকাংশ ভাষায় অন্তত দুটি রীতি থাকে। ১. মৌখিক বা কথ্য ২. লৈখিক বা লেখ্য রূপ। ভাষার মৌখিক রূপের আবার একাধিক রীতি: একটি চলিত কথ্য রীতি আরেকটি আঞ্চলিক কথ্য রীতি। বাংলা ভাষার লৈখিক বা লেখ্য রূপেরও দুইটি রূপ আছে: একটি চলিত রীতি ও অপরটি সাধু রীতি।

0
Updated: 2 months ago
চলিত রীতির শব্দ কোনটি?
Created: 2 weeks ago
A
শুষ্ক
B
শুকনা
C
তুলা
D
তুলো
বাংলা ভাষায় কিছু শব্দ আছে যেগুলো সাহিত্যিক রূপে কম ব্যবহৃত হয়, কিন্তু কথ্য ও চলতি রীতিতে বেশি ব্যবহৃত হয়।
-
শুষ্ক = সাহিত্যিক শব্দ
-
শুকনা = প্রচলিত/কথ্য শব্দ
-
তুলা = সংস্কৃতঘেঁষা, সাহিত্যিক শব্দ
-
তুলো = চলতি রীতি/কথ্য শব্দ
অতএব, সঠিক উত্তর "তুলো"।

0
Updated: 2 weeks ago
জুতো শব্দটি কোন ভাষারীতির?
Created: 1 month ago
A
সাধু
B
চলিত
C
প্রাকৃত
D
কোল
বাংলা ভাষার প্রকারভেদ বা রীতিভেদের মধ্যে রয়েছে সাধু ও চলিতরীতি। যেমন - মস্তক> মাথা, জুতা> জুতো, তুলা> তুলো, শুকনা> বন্য> বুনো ইত্যাদি।

0
Updated: 1 month ago