রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্লাটফরমে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পনাঙ্ক- 

A

আসলের সমান হবে 

B

আসলের চেয়ে বেশি হবে 

C

আসলের চেয়ে কম হবে 

D

আসল গতির সাথে সম্পর্কযুক্তভাবে কমে যাবে

উত্তরের বিবরণ

img

রেলওয়ে স্টেশনে যখন কোনো ট্রেন ইঞ্জিন বাঁশি বাজাতে বাজাতে প্ল্যাটফর্মে প্রবেশ করে, তখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন শ্রোতার কাছে সেই বাঁশির শব্দের কম্পাঙ্ক প্রকৃত কম্পাঙ্কের চেয়ে বেশি মনে হয়।

  • শব্দের উৎস যদি শ্রোতার দিকে এগিয়ে আসে, তবে শব্দতরঙ্গ সংকুচিত হয় এবং এর ফলে কম্পাঙ্ক বেড়ে যায়, শব্দ আরও তীব্র শোনায়।

  • এই ঘটনাটি “ডপলার প্রভাব” (Doppler Effect) নামে পরিচিত।

  • শব্দের উৎস ও শ্রোতার মধ্যকার আপেক্ষিক গতির কারণে শব্দের কম্পাঙ্কে যে আপাত পরিবর্তন ঘটে, তাকেই ডপলার প্রভাব বলা হয়।

  • শব্দ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে ডপলার প্রভাব বিশেষভাবে আলোচিত।

  • অস্ট্রিয়ান পদার্থবিজ্ঞানী ক্রিশ্চিয়ান ডপলার ১৮৪২ সালে এই তত্ত্বটি উপস্থাপন করেন।

উৎস: ব্রিটানিকা।

Unfavorite

0

Updated: 3 months ago

Related MCQ

Links

Home

Exams

Live Exam

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD