A
ইন্দ-ইউরোপীয়
B
দ্রাবিড়
C
দক্ষিণ পুর্ব এশীয়
D
ইউরালীয়
উত্তরের বিবরণ
পৃথিবীতে বেশকিছু মূল ভাষাবংশ রয়েছে। তার মধ্যে মূল ভাষাবংশ হচ্ছে ইন্দো - ইউরোপীয়, আর বাংলা ভাষার জন্ম এই ইন্দো - ইউরোপীয় মূল ভাষাবংশ থেকে।

0
Updated: 1 day ago
সাহিত্য পত্রিকা 'কবিতা' এর সম্পাদক ছিলেন-
Created: 4 days ago
A
দীনেশরঞ্জন দাশ
B
বুদ্ধদেব বসু
C
কৃষ্ণচন্দ্র মজুমদার
D
বিহারীলাল চক্রবর্তী
বাংলা
বাংলা ব্যকরণ
বাংলা ভাষা (ব্যাকরণ)
বাংলা সাহিত্যের প্রথম
বাংলায় বিদেশী সাহিত্যিক ও সাহিত্যকর্ম
No subjects available.
সাহিত্য পত্রিকা ‘কবিতা’
-
সম্পাদক: বুদ্ধদেব বসু
-
অন্যান্য সম্পাদকের নাম: প্রেমেন্দ্র মিত্র, সমর সেন
-
প্রকাশকাল: ১৯৩৫ – ১৯৬১
-
বিষয়বস্তু: কবিতা এবং কবিতা সম্পর্কিত গদ্য
-
বিশেষত্ব: আধুনিক বাঙালি কবিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পত্রিকা; এই পত্রিকায় লিখেননি এমন উল্লেখযোগ্য কবি কমই আছে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 4 days ago
সমাসবদ্ধ পদ কোনটি?
Created: 1 month ago
A
আকাশ
B
ছাড়পত্র
C
মৃত্তিকা
D
সাগর
এই শব্দটি একটি সমাসবদ্ধ পদ এবং এটি তৎপুরুষ সমাস দ্বারা গঠিত। অন্য শব্দগুলো—আকাশ, মৃত্তিকা, সাগর—সমাসবদ্ধ পদ নয়, এগুলি সাধারণভাবে একক শব্দ হিসেবে ব্যবহৃত হয়।

0
Updated: 1 month ago
'তিলত্তোমা' কোন উপন্যাসের প্রধান নারী চরিত্র?
Created: 4 days ago
A
কৃষ্ণকান্তের উইল
B
দুর্গেশনন্দিনী
C
কপালকুণ্ডলা
D
মৃণালিনী
দুর্গেশনন্দিনী
-
লেখক: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
প্রকাশ: ১৮৬৫ খ্রিষ্টাব্দ
-
বাংলা সাহিত্যের গুরুত্ব: প্রথম সার্থক বাংলা উপন্যাস
-
কেন্দ্রীয় নারী চরিত্র: তিলোত্তমা
-
অন্যান্য উল্লেখযোগ্য চরিত্র: বীরেন্দ্র সিংহ, ওসমান, জগৎসিংহ, আয়েশা, বিমলা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়র অন্যান্য উপন্যাস ও চরিত্র
উপন্যাস | উল্লেখযোগ্য চরিত্র |
---|---|
কৃষ্ণকান্তের উইল | রোহিনী, গোবিন্দলাল, ভ্রমর |
দুর্গেশনন্দিনী | আয়েশা, তিলোত্তমা |
কপালকুণ্ডলা | কপালকুণ্ডলা, নবকুমার, কাপালিক |
মৃণালিনী | হেমচন্দ্র, মৃনালিনী, পশুপতি, মনোরমা |
বিষবৃক্ষ | কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ |
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 4 days ago