শুদ্ধ বানান কোনটি?
A
শান্তনা
B
শান্তণা
C
সান্তনা
D
সান্ত্বনা
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় "সান্ত্বনা" শব্দটি শুদ্ধ। এর অর্থ হলো – দুঃখ, বেদনা বা মানসিক কষ্ট লাঘবের জন্য বলা সহানুভূতিপূর্ণ কথা বা আচরণ।

0
Updated: 1 month ago
নিচের কোনটি সঠিক বাক্য?
Created: 2 months ago
A
এ কথা প্রমাণ হয়েছে।
B
ঘটনা বর্ণিত হয়েছে।
C
বিধি লঙ্ঘন হয়েছে।
D
তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
• অশুদ্ধ বাক্য- এ কথা প্রমাণ হয়েছে।
• শুদ্ধ বাক্য- এ কথা প্রমাণিত হয়েছে।
• অশুদ্ধ বাক্য- বিধি লঙ্ঘন হয়েছে।
• শুদ্ধ বাক্য- বিধি লঙ্ঘিত হয়েছে।
• অশুদ্ধ বাক্য- তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
• শুদ্ধ বাক্য- তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে।

0
Updated: 2 months ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 2 months ago
A
সচ্ছল
B
সচ্ছুল
C
সচ্চল
D
সচ্চছল
এটি একটি দেশি শব্দ। এর অর্থ ‘অভাবহীন, সম্পদশালী; সংগত’।

0
Updated: 2 months ago
শুদ্ধ বানান -
Created: 2 weeks ago
A
কিংকর্তব্যবীমূঢ়
B
কিংকর্তব্যবিমুঢ়
C
কিংকর্তব্যবিমূঢ়
D
কিংকর্তব্যবিমূড়
-
শুদ্ধ বানান: কিংকর্তব্যবিমূঢ়
-
এটি সংস্কৃত শব্দ এবং একটি বিশেষণ পদ।
-
শব্দের অর্থ: কর্তব্য নিরূপণে অক্ষম।

0
Updated: 2 weeks ago