‘নবপৃথিবী’–এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
A
নব ও পৃথিবী
B
নব পৃথিবী যার
C
নব যে পৃথিবী
D
নব পৃথিবীর ন্যায়
উত্তরের বিবরণ
'নবপৃথিবী'- এর সঠিক ব্যাসবাক্য নব যে পৃথিবী। যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে।

0
Updated: 1 month ago
'জোরে জোরে বাতাস করো।' বাক্যে 'জোরে জোরে' কোন ধরেনের দ্বিত্ব?
Created: 1 week ago
A
পুনরাবৃত্ত দ্বিত্ব
B
অনুকার দ্বিত্ব
C
ধ্বন্যাত্মক দ্বিত্ব
D
কোনোটিই নয়
পুনরাবৃত্ত দ্বিত্ব হলো এমন দ্বিত্ব যেখানে একই শব্দ পুনরায় আবৃত্ত হয়। এটি বিভক্তিহীন বা বিভক্তিযুক্ত—দুই রূপেই হতে পারে।
উদাহরণ: জ্বর জ্বর, পর পর, কবি কবি, হাতে হাতে, কথায় কথায়, জোরে জোরে ইত্যাদি।
শব্দদ্বিত্বের প্রকারভেদ তিনটি:
১. অনুকার দ্বিত্ব
২. ধ্বন্যাত্মক দ্বিত্ব
৩. পুনরাবৃত্ত দ্বিত্ব
অনুকার দ্বিত্ব:
যখন পরপর দুটি শব্দ কাছাকাছি গঠন বা উচ্চারণে মিল রেখে ব্যবহৃত হয়, তখন তাকে অনুকার দ্বিত্ব বলা হয়।
উদাহরণ: অঙ্ক-টঙ্ক, আম-টাম, কেক-টেক, ঘর-টর ইত্যাদি।
ধ্বন্যাত্মক দ্বিত্ব:
প্রাকৃতিক কোনো ধ্বনির অনুকরণে যে দ্বিত্ব শব্দ গঠিত হয়, তাকে ধ্বন্যাত্মক দ্বিত্ব বলা হয়।
উদাহরণ: কুট কুট, কোঁত কোঁত, কুটুস-কুটুস, খক খক ইত্যাদি।

0
Updated: 1 week ago
লাল> নাল কোন ধরনের ধ্বনি পরিবর্তন?
Created: 3 weeks ago
A
সমীভবন
B
বিষমীভবন
C
অসমীকরণ
D
ব্যঞ্জন বিকৃতি
• বিষমীভবন:
- দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে।
যেমন:
- শরীর > শরীল,
- লাল > নাল ইত্যাদি।
অন্যদিকে,
• অসমীকরণ:
- একই ঘরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে বলে অসমীকরণ।
যেমন:
- ধপ + ধপ > ধপাধপ;
- টপ + টপ > টপাটপ ইত্যাদি।
• সমীভবন:
- শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করে। এ ব্যাপারকে বলা হয় সমীভবন।
যেমন:
- জন্ম > জন্ম;
- কাঁদনা > কান্না।
• ব্যঞ্জন বিকৃতি:
- শব্দের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি পরিবর্তিতি হয়ে যদি কোনো নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয়, তাকে ব্যঞ্জন বিকৃতি বলে।
যেমন:
ধোবা > ধোপা, শাক > শাগ ইত্যাদি।

0
Updated: 3 weeks ago
নিচের কোনটি ব্যঞ্জনসন্ধি সাধিত শব্দ?
Created: 1 month ago
A
পুরস্কার
B
পিত্রালয়
C
উল্লাস
D
শয়ন
• ব্যঞ্জন সন্ধি:
- স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে।
• (ব্যঞ্জন + ব্যঞ্জন) নিয়মে গঠিত ব্যঞ্জন সন্ধি।
- ব্যঞ্জনসন্ধিতে একটি ধ্বনির প্রভাবে পার্শ্ববর্তী ধ্বনি পরিবর্তিত হয়ে যায়।
যেমন
- চলৎ + চিত্র = চলচ্চিত্র;
- বিপদ্ + জনক = বিপজ্জনক ;
- উৎ + লাস = উল্লাস;
- বাক্ + দান = বাগ্দান ;
- তৎ + মধ্যে = তন্মধ্যে ;
- শম্ + কা = শঙ্কা ;
- সম্ + চয় = সঞ্চয় ;
- সম্ + তাপ = সন্তাপ ;
- সম্ + মান = সম্মান ;
- ষ + থ = ষষ্ঠ;
অন্যদিকে,
- বিসর্গ সন্ধির উদাহরণ- পুরঃ + কার = পুরস্কার।
- স্বর সন্ধির উদাহরণ- পিতৃ + আলয় = পিত্রালয়, শে + অন = শয়ন।

0
Updated: 1 month ago