A
উপমান
B
রূপক
C
উপমেয়
D
উপমিত
উত্তরের বিবরণ
ত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, এবং যার সাথে তুলনা করা হয়েছে তাকে বলা হয় উপমান।) এরূপ- তুষারের ন্যায় শুভ্র= তুষারশুভ্র, অরুণের ন্যায় রাঙা= অরুণরাঙা, রক্তের ন্যায় লাল= রক্তলাল, চন্দনের মতো স্নিগ্ধ= চন্দনস্নিগ্ধ।

0
Updated: 1 day ago
'উৎকর্ষতা' কি কারণে অশুদ্ধ?
Created: 1 month ago
A
সন্ধিজনিত
B
প্রত্যয়জনিত
C
উপসর্গজনিত
D
বিভক্তিজনিত
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• উৎকর্ষ এটি বিশেষ্য পদ,
- (উৎ + √কৃষ্ + অ) প্রত্যয় সাধিত শব্দ।
• আর এর সাথে 'তা’ (বিশেষ্য) প্রত্যয় যুক্ত করলে ‘উৎকর্ষতা’ হয় যা বিশেষ্যের দ্বিত্ব প্রয়োগ। অর্থাৎ ‘উৎকর্ষতা’ শব্দে তা-প্রত্যয়ের অপপ্রয়োগ ঘটেছে।
• ‘উৎকর্ষতা’ শব্দের এর শুদ্ধ প্রয়োগ হবে- 'উৎকর্ষ বা উৎকৃষ্টতা'।
• নিয়ম:
‘তা’ ‘ত্ব’ এবং ‘য’ হলো বিশেষ্যবাচক প্রত্যয়। যা কেবল বিশেষণ শব্দকে বিশেষ্য করে। তাই বিশেষ্য শব্দের সঙ্গে আবারো ‘তা’ ‘ত্ব’ বা য যুক্ত করলে তা ভুল হবে। যেমন: কৃপণ বিশেষণ শব্দের সাথে তা প্রত্যয় যুক্ত হয়ে কৃপণতা হয়েছে।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 month ago
'Hand Out'- এর সঠিক বাংলা পরিভাষা কী?
Created: 2 weeks ago
A
প্রচারপত্র
B
জ্ঞাপনপত্র
C
হস্তপত্র
D
তথ্যপত্র
ইংরেজি শব্দের বাংলা পারিভাষিক রূপ
-
Hand out → জ্ঞাপন-পত্র
-
Hand-bill → প্রচারপত্র
-
Hand-book → তথ্যপুস্তিকা
-
Handicraft → হস্তশিল্প
উৎস: ভাষা ও শিক্ষা

0
Updated: 2 weeks ago
'প্রসন্ন' এর বিপরীত শব্দ কোনটি?
Created: 4 days ago
A
নিন্দিত
B
বিষণ্ণ
C
বিগ্রহ
D
হর্ষ
বিপরীত শব্দের উদাহরণ
১. প্রসন্ন
-
অর্থ: খুশি, আনন্দিত
-
বিপরীত শব্দ: বিষণ্ণ
২. নন্দিত
-
অর্থ: প্রশংসিত, আনন্দিত
-
বিপরীত শব্দ: নিন্দিত
৩. হর্ষ / হরিষ
-
অর্থ: আনন্দ, উল্লাস
-
বিপরীত শব্দ: বিষাদ
৪. সন্ধি
-
অর্থ: মিলন, চুক্তি
-
বিপরীত শব্দ: বিগ্রহ / বিবাদ
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 4 days ago