একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে মাঝখানে কোন চিহ্ন বসে?
A
হাইফেন
B
সেমিকোলন
C
ড্যাশ
D
কমা
উত্তরের বিবরণ
একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে সেমিকোলন ব্যবহৃত হয়। যেমন - তিনি শুধু তামাশা দেখিতে ছিলেন; কোথাকার জল কোথায় গিয়ে পড়ে।

0
Updated: 1 month ago
বাড়ি বা রাস্তার নামের পরে কোন যতিচিহ্ন বসে?
Created: 1 month ago
A
দাঁড়ি
B
কোলন
C
কমা
D
ড্যাস
বাড়ি বা রাস্তার নম্বরের পরে কমা বসবে। যেমন: ৬৮, নবাবপুর রোড, ঢাকা - ১০০০।

0
Updated: 1 month ago
বিস্ময় চিহ্নের বিরতিকাল কতটুকু?
Created: 2 weeks ago
A
এক বলার দ্বিগুণ সময়
B
এক সেকেন্ড
C
থামার প্রয়োজন নেই
D
এক বলতে যে সময় প্রয়োজন
বিস্ময় চিহ্নের বিরতিকাল- ‘এক সেকেন্ড’। বাক্যে যতিচিহ্ন অনুসারে থামার পরিমাণ: কমা বা পাদচ্ছেদ এবং উদ্ধরণ চিহ্ন থাকলে — ‘এক’ উচ্চারণে যত সময় লাগে সেই পরিমাণ সময় থামতে হয়। সেমিকোলন বা অর্ধচ্ছেদ থাকলে — ‘এক’ বলার দ্বিগুণ সময় থামতে হয়।
হাইফেন, ইলেক বা লোপ চিহ্ন ও ব্রাকেট থাকলে — থামার প্রয়োজন হয় না। দাড়ি বা পূর্ণচ্ছেদ, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন, কোলন, কোলন ড্যাস, ড্যাস ইত্যাদি চিহ্ন থাকলে – এক সেকেন্ড থামতে হয়।

0
Updated: 2 weeks ago
শব্দসংক্ষেপ এবং ক্রমনির্দেশ কাজে ব্যবহৃত হয় কোন চিহ্ন?
Created: 1 month ago
A
বিন্দু
B
কমা
C
কোলন
D
ত্রিবিন্দু
বিন্দু ( . )
-
শব্দসংক্ষেপ, ক্রমনির্দেশ ইত্যাদি ক্ষেত্রে বিন্দুর ব্যবহার হয়।
উদাহরণ:
→ ড. মুহম্মদ শহীদুল্লাহ্
→ ভাষার প্রধান উপাদান চারটি: ১. ধ্বনি, ২. শব্দ, ৩. বাক্য, ৪. অর্থ
ত্রিবিন্দু ( … )
-
কোনো অংশ বাদ দেওয়া বা অপূর্ণতা বোঝাতে ত্রিবিন্দুর ব্যবহার হয়।
উদাহরণ:
→ তিনি রেগে গিয়ে বললেন, “তার মানে তুমি একটা …।”
→ আমাদের ঐক্য বাইরের। … এ ঐক্য জড় অকর্মক, সজীব সকর্মক নয়।
কোলন ( : )
-
বাক্যের প্রথম অংশের উক্তিকে ব্যাখ্যা করা বা উদাহরণ উপস্থাপন করার জন্য কোলনের ব্যবহার হয়।
কমা ( , )
-
সামান্য বিরতি নির্দেশ করতে কমা ব্যবহৃত হয়।
-
শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে এর ব্যবহার হয়।
উদাহরণ:
→ গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত—বাংলাদেশ এই ছয়টি ঋতুর দেশ।
→ নিবিড় অধ্যাবসায়, কঠোর পরিশ্রম ও সময়নিষ্ঠ থাকলে সাফল্য আসবে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম–দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 month ago