A
তার বৈমাত্রেয় সহাদর অসুস্থ
B
চোৱ টি সব মালসুদ্ধ ধরা পড়েছে
C
সমুদয় পক্ষীই নীড় বাঁধে
D
দশচক্রে ঈশ্বর ভূত
উত্তরের বিবরণ
এখানে সঠিক বাক্যটি হল সমুদয় পক্ষীই নীড় বাঁধে

0
Updated: 1 day ago
কোন বাক্যটি শুদ্ধ?
Created: 2 weeks ago
A
তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়।
B
দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা।
C
সলজ্জিত হাসি হেসে মেয়েটি উত্তর দিল।
D
সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করা উচিত।
• শুদ্ধ বাক্য: দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা।
অশুদ্ধ বাক্যগুলোর শুদ্ধরূপ-
• তোমার গোপনীয় কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়।
• সলজ্জ হাসি হেসে মেয়েটি উত্তর দিল।
• সর্ব বিষয়ে বাহুল্য বর্জন করা উচিত।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 2 weeks ago
কোন বাক্যটি শুদ্ধ?
Created: 5 days ago
A
আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত
B
আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য অনুচিত
C
আবশ্যকীয় ব্যয়ে কার্পন্য অনুচিত
D
আবশ্যক ব্যয়ে কার্পন্য অনুচিত
আবশ্যক মানে হলো ― যা অত্যন্ত জরুরি, অপরিহার্য, প্রয়োজনীয়।
-
আবশ্যকীয় শব্দটি প্রমিত বাংলা অভিধান অনুযায়ী ব্যবহারযোগ্য নয়; এটি অপ্রচলিত ও অশুদ্ধ রূপ।
-
কার্পণ্য অর্থ কৃপণতা, অতি কঞ্জুসি।
-
কার্পন্য শব্দটিও অশুদ্ধ, এর সঠিক রূপ হলো কার্পণ্য।
তাই শুদ্ধ বাক্য হবে:
“আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত।”

0
Updated: 5 days ago
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
Created: 2 days ago
A
সূর্য উদয় হয়েছে?
B
তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি।
C
যুক্তি খণ্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি
D
বিধি লঙ্ঘন হয়েছে
যুক্তি খন্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি - বাক্যটির সঠিক।
সূর্য উদয় হয়েছে? তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি বিধি লঙ্গন হয়েছে উক্ত বাক্যগুলো ব্যাকরণগত ভুল রয়েছে।

0
Updated: 2 days ago