A
কান্তি
B
শৈল
C
মিত্র
D
বিধু
উত্তরের বিবরণ
'সোম' শব্দের অর্থ বিধু। সোম বিশেষ্য পদ যার অর্থ : বিধু, চন্দ্র; সপ্তাহের বারের নাম; বেদে বর্ণিত মাদক লতাবিশেষ।

0
Updated: 1 day ago
অপলাপ শব্দের অর্থ কি?
Created: 1 month ago
A
অস্বীকার
B
মিথ্যা
C
প্রলাপ
D
অসদালাপ
অপলাপ (বিশেষ্য পদ)
-
এটি সংস্কৃত ভাষা থেকে আগত একটি শব্দ।
অর্থসমূহ:
-
অবজ্ঞা বা অবমাননা।
-
গোপনীয়তা বা রহস্য।
-
মিথ্যা বলা বা সত্যের প্রতি বৈপরীত্য (যেমন: সত্যের অপলাপ)।
-
অস্বীকার বা প্রত্যাখ্যান (উদাহরণ: “তুমি সম্পূর্ণ পরিণয় পর্যন্ত অপলাপ করিতেছ” — ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago
'কুবলয়' শব্দের অর্থ কী?
Created: 1 week ago
A
কবুতর
B
ময়ূর
C
পদ্ম
D
অগ্নি
‘কুবলয়’ এবং ‘পদ্ম’ সম্পর্কিত শব্দ
১. কুবলয় (বিশেষ্য পদ)
-
ভাষা: সংস্কৃত
-
অর্থ: নীলপদ্ম, পদ্ম, নলিনী, উৎপল
২. পদ্ম শব্দের সমার্থক শব্দ
-
কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ
সূত্র:
-
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
-
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 week ago
‘খেচর’ শব্দটির অর্থ কী?
Created: 6 days ago
A
খচ্চর ( ব্যাখ্যা দেখুন)
B
দুষ্ট প্রকৃতির লোক
C
চাকর
D
যে প্রাণী জলেও চরে স্থলেও চরে
'খেচর' শব্দের অর্থ আকাশে বিচরণকারী আকাশচারী। খচ্চর শব্দ দ্বারা বোঝায় ঘোড়া ও গাধার সম্মিলনে উৎপন্ন পশু, দুষ্ট, বদমায়েশ।

0
Updated: 6 days ago