A
বারীদ
B
পাথার
C
অটবি
D
সলিল
উত্তরের বিবরণ
মেঘ শব্দের সমার্থক শব্দ – বারীদ, পাথার - সমুদ্র, অটবি - বন, সলিল - জল।

0
Updated: 1 day ago
সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের–
Created: 4 days ago
A
অর্থ পরিবর্তিত হয়
B
অর্থের অবনতি ঘটে
C
সৌন্দর্য হ্রাস পায়
D
সৌন্দর্য বৃদ্ধি পায়
সমার্থক শব্দ হলো এমন শব্দ, যেগুলো প্রায় একই অর্থ বহন করে। লেখালেখি বা বক্তৃতায় একই শব্দ বারবার ব্যবহার করলে ভাষা একঘেয়ে হয়ে যায়।
কিন্তু সেখানে সমার্থক শব্দ ব্যবহার করলে ভাষা হয় সাবলীল, বৈচিত্র্যময় ও কাব্যিক। এতে বাক্যের অর্থ পরিবর্তিত হয় না, বরং ভাষার সৌন্দর্য বৃদ্ধি পায়।
👉 উদাহরণ:
-
"শান্তি চাই" → "নির্মলতা চাই"
-
"আনন্দ পেলাম" → "সুখ লাভ করলাম"
দুটো ক্ষেত্রেই অর্থ একই থাকছে, তবে সমার্থক শব্দ ব্যবহারের কারণে বাক্যের ভঙ্গি ও সৌন্দর্য বেড়ে গেছে।

0
Updated: 4 days ago
'পাবক' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
অগ্নি
B
নয়ন
C
পুত্র
D
অধিপতি
অগ্নির সমার্থক শব্দ: পারক, অনল, আগুন, দহন, বহ্নি, কুশানু, হুতাশন, বৈশ্বানর, পাবন, সর্বভুক, শিখা, সর্বশুচি ইত্যাদি।

0
Updated: 1 month ago
চন্দ্রের প্রতিশব্দ নয়-
Created: 2 weeks ago
A
সোম
B
হিমাংশু
C
সবিতা
D
দ্বিজরাজ
চন্দ্রের প্রতিশব্দ নয় সবিতা । চন্দ্রের প্রতিশব্দ হলো: দ্বিজরাজ, সোম, হিমাংশু ।এরুপ- সুধাকর, শশী, নিশাকর, রজনীকান্ত ইত্যাদি।

0
Updated: 2 weeks ago