শুদ্ধ বানান কোনটি?
A
দোর্গা
B
দোর্গ
C
দূর্বল
D
দুরন্ত
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: ঘ) দুরন্ত ✅
বাংলা ভাষায় অনেক শব্দের প্রচলিত রূপ থাকলেও সবগুলো শুদ্ধ নয়।
-
ক) দোর্গা ❌ → শুদ্ধ বানান হবে দরজা।
-
খ) দোর্গ ❌ → এরকম কোনো শুদ্ধ শব্দ নেই।
-
গ) দূর্বল ❌ → শুদ্ধ বানান হবে দুর্বল (এখানে "উ" নয়, "উ" স্বরবর্ণ ব্যবহার ভুল)।
-
ঘ) দুরন্ত ✅ → এটি শুদ্ধ বানান, অর্থ "অসংযত, অশান্ত, দুঃসাহসী"।
তাই শুদ্ধ বানান হলো দুরন্ত।

0
Updated: 1 month ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 2 weeks ago
A
তিতিক্ষা
B
তীতীক্ষা
C
তীতিক্ষা
D
তিতীক্ষা
শুদ্ধ বানান হলো তিতিক্ষা
তিতিক্ষা শব্দটি এসেছে সংস্কৃত (Titikṣā)" থেকে।
-
এর অর্থ: সহিষ্ণুতা, ধৈর্য, কষ্ট সহ্য করার ক্ষমতা।
-
বাংলায় এটি তিতিক্ষা হিসেবেই গৃহীত ও প্রচলিত।
-
বাকিগুলো (তীতীক্ষা, তীতিক্ষা, তিতীক্ষা) সংস্কৃত ধ্বনিগত বিভ্রান্তি বা ভুল রূপ।

0
Updated: 2 weeks ago
কোনটি শুদ্ধ নয়?
Created: 1 month ago
A
যন্ত্রনা
B
শূদ্র
C
সহযােগিতা
D
স্বতঃস্ফূর্ত
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে কিছু শব্দের সঠিক ব্যবহার এবং অর্থ নিচে দেওয়া হলো:
-
অশুদ্ধ বানান: যন্ত্রনা
-
শুদ্ধ বানান: যন্ত্রণা (বিশেষ্য পদ), যা একটি সংস্কৃত শব্দ।
-
অর্থ: পীড়া, যাতনা
-
-
শূদ্র (বিশেষ্য পদ): নিগৃহীত ও অবহেলিত জাতিবিশেষ
-
সহযোগিতা (বিশেষ্য পদ): সহায়তা, সাহায্য
-
স্বতঃস্ফূর্ত (বিশেষণ পদ): আপনা থেকে প্রকাশিত, স্বতঃপ্রণোদিত

0
Updated: 1 month ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 2 months ago
A
শিরোচ্ছেদ
B
শিরচ্ছেদ
C
শিরশ্ছেদ
D
শিরোঃচ্ছেদ
শুদ্ধ বানান – শিরশ্ছেদ (বিশেষ্য): সংস্কৃত শব্দ – প্রকৃতি প্রত্যয় = শিরস্+ছেদ। অর্থ: মাথা কেটে ছিন্নকরণ।

0
Updated: 2 months ago